নিজস্ব প্রতিবেদন : গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার পর একাধিকবার দুই দেশ আলোচনার টেবিলে বসলেও যুদ্ধ তোমার কোন নামগন্ধ নেই। উপরন্তু যুদ্ধের ঝাঁঝ বাড়িয়ে চলেছে রাশিয়া। আর এই যুদ্ধের কারণে বিশ্বের সামনে কাঠগড়ায় পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিশেষ করে পশ্চিমী দেশগুলির মতে, এই যুদ্ধের কারণ হলো পুতিনের আগ্রাসী মনোভাব এবং ক্ষমতার দম্ভ। স্বাভাবিকভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভিলেন বানিয়ে ফেলেছেন বিশ্বের তাবড় তাবড় নেতারা। তবে পুতিন যখন ভিলেন হয়ে দাঁড়িয়েছেন সেই সময় তাকে নিয়ে একটি ভবিষ্যদ্বাণী সামনে এলো।
যিনি এই ভবিষ্যদ্বাণী করেছেন, তার অতীতের রেকর্ড বলছে, তার বলা কথা কখনো ভুল প্রমাণিত হয়নি। এমনকি রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হবে সেই ভবিষ্যদ্বাণীও তিনি বহু বছর আগে জানিয়ে দিয়েছিলেন। এই আশ্চর্য ব্যক্তিটি হলেন বাবা ভাঙ্গা। তিনি ভাদিমির পুতিনকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছেন সেই ভবিষ্যদ্বাণীতে বলেছেন, ভ্লাদিমির পুতিন আগামী দিনে বিশ্বের ভগবান হয়ে উঠবেন।
রহস্যময় এই বাবা ভাঙ্গার প্রাকৃতিক দুর্যোগ, পরিণাম সহ বিভিন্ন ক্ষেত্রে করা ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেছে। ১৯৭৯ সালে লেখক ভ্যালেন্টিন সিডোরভের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন, “সকলেই বরফের মতে গলে যাবে। শুধু ভ্লাদিমিরের গৌরব ও রাশিয়ার গৌরব অক্ষুণ্ন থাকবে। রাশিয়াকে কেউ আটকাতে পারবে না। পুতিনের রাস্তা থেকে সবাই সরে যাবে এবং সে পৃথিবীর ভগবান হিসেবে উঠে আসবে।”
নব্বইয়ের দশকে ৮৫ বছর বয়সী এই বাবা ভাঙ্গা মারা গেলেও তার পরে যাওয়া কোন ভবিষ্যদ্বাণী এখনো পর্যন্ত বিফলে যায়নি। এমনকি ৯/১১ নিয়েও তার ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। মৃত্যুর আগে তিনি রাশিয়ার উন্নতি নিয়ে এই সকল মন্তব্য করে গিয়েছিলেন। এমনকি তিনি জানিয়েছিলেন, রাশিয়ার এই উন্নতিতে আমেরিকা বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হবে না।
অন্যদিকে এখনো পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামার কোন নামগন্ধ নেই। বিশ্বের বহু দেশ রাশিয়াকে এই যুদ্ধ থামানোর জন্য আবেদন জানালেও রাশিয়া সেই সকল আবেদনে কর্ণপাত করেনি। এমন পরিস্থিতিতে ভিলেন হয়ে ওঠা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি সত্যিই ওই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মতো বিশ্বের ভগবান হয়ে উঠবেন নাকি তাই এখন দেখার।