মাসের শুরুতেই ধাক্কা, ২৫০ টাকা দাম বৃদ্ধি পেল বাণিজ্যিক রান্নার গ্যাসের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই দেশজুড়ে নতুন করে বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি গত মাসের শেষের দিকে ঘরোয়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বৃদ্ধি পায় ৫০ টাকা। আর এবার মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল এক ধাক্কায় ২৫০ টাকা।

Advertisements

প্রতি মাসের শুরুতেই গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে থাকে। সেইমতো এপ্রিল মাসের শুরুতে নতুন দাম ধার্য করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা গেলেও ২৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর আগেও মার্চ মাসের শুরুতে প্রায় ১০০ টাকা বৃদ্ধি পেয়েছিল এই বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারে। পরপর দু মাসে দাম বৃদ্ধির ফলে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল অন্ততপক্ষে ৩৫০ টাকা।

Advertisements

এপ্রিল মাসের শুরুতে ঘরোয়া ভাবে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের নতুন করে দাম বৃদ্ধি না পেলেও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় পরোক্ষভাবে প্রভাব পড়বে প্রতিটি মানুষের ক্ষেত্রেই। কারণ এই ধরনের সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন জায়গায়। সুতরাং তাদের খরচ বাড়লে স্বাভাবিকভাবেই তারা খাবার-দাবারের দাম বৃদ্ধি করবেন।

Advertisements

এপ্রিল মাসের শুরুতে নতুন দাম ধার্য করার সঙ্গে সঙ্গে দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম হয়েছে ২২৫৩ টাকা। একইভাবে কলকাতায় এই ধরনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২৩৩৭ টাকা। মুম্বইয়ে ২২০৪.৫০ টাকা এবং চেন্নাইয়ে ২৩৮৭.৫০ টাকা।

তবে স্বস্তির খবর এটাই যে, গত মাসে ঘরোয়া ভাবে ব্যবহৃত রান্নার গ্যাস অর্থাৎ ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেলেও এই মাসে দাম বৃদ্ধি পায়নি। এমনিতেই গত মাসে দাম বৃদ্ধি পাওয়ার পর পশ্চিমবঙ্গের বেশকিছু জেলার সিলিন্ডার প্রতি দাম হাজার টাকা ছাড়িয়েছে অথবা হাজার টাকার কাছাকাছি। এমত অবস্থায় ফের দাম বাড়লে নাভিশ্বাস হয়ে দাঁড়াবে মধ্যবিত্ত পরিবারগুলির।

Advertisements