এপ্রিল মাসের শুরু থেকেই খরচ বাড়লো Jio গ্রাহকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে Jio, একথা অনস্বীকার্য। ভারতের বাজারে এই টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা শুরু করার আগে পর্যন্ত মহামূল্যবান ছিল মোবাইল খরচ। কিন্তু এই টেলিকম সংস্থা আসার পর এই সমস্ত পট পরিবর্তন হয়। তবে তা হলেও সম্প্রতি ধাপে ধাপে এই টেলিকম সংস্থার গ্রাহকদের খরচ বাড়ছে।

Advertisements

Jio অন্যান্য টেলিকম সংস্থার মতে গত বছর ডিসেম্বর মাসে নিজেদের প্ল্যানের দাম ২০% বৃদ্ধি করে। তবে এই দাম বৃদ্ধি পেলেও এমন একটি অফার এই টেলিকম সংস্থার তরফ থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছিল, যাতে করে অনেকটাই সাশ্রয় হচ্ছিল তাদের। কিন্তু এবার সেই অফার বন্ধ করে দিল এই টেলিকম সংস্থা। হলে এপ্রিল মাসের শুরু থেকেই খরচ বাড়ল জিও গ্রাহকদের।

Advertisements

অফার চলাকালীন জিও তাদের গ্রাহকদের ২০০ টাকা বা তার বেশি রিচার্জের ক্ষেত্রে JioMart-এ ২০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছিল। কিন্তু এই ক্যাশব্যাক এপ্রিল মাসের ১ তারিখ থেকে বন্ধ হয়ে গেল। এর ফলে এতদিন পর্যন্ত এই ক্যাশব্যাক পাওয়ার ফলে গ্রাহকদের রিচার্জে কিছুটা হলেও যে কম খরচ হতো তা আর হবে না। ফলে এখন থেকে গ্রাহকেরা রিচার্জ করার সময় পুরো টাকা গুনতে হবে।

Advertisements

তবে এখনো পর্যন্ত যদি কোনো গ্রাহকের JioMart-এ কোন ক্যাশব্যাকের টাকা জমা হয়ে থাকে তাহলে সেই টাকা তারা রিচার্জ করার সময় ব্যবহার করতে পারবেন। অর্থাৎ রিচার্জ করলে যে ক্যাশব্যাক JioMart-এ জমা হতো তা আর জমা হবে না, কিন্তু জমা থাকা টাকা এখনো পর্যন্ত ব্যবহার করার সুযোগ দিচ্ছে এই সংস্থা। এই সুযোগ থাকছে ৩০ এপ্রিল পর্যন্ত।

JioMart Maha Cashback হিসাবে কত টাকা রয়েছে তা দেখতে পাওয়া যায় JioMart অ্যাপের মধ্যে। এই ক্যাশব্যাক রিচার্জ ছাড়াও ব্যবহার করা যেতে পারে Reliance Fresh/Smart Point/JioMart, Reliance Digital/My Jio Store/Jio Points, Reliance Trends/Ajio বা Netmeds কোন জিনিস কেনা কাটার সময়।

Advertisements