নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুতেই ব্যাঙ্কিং হোক অথবা অন্যকিছু, কোন না কোন নিয়ম পরিবর্তন করা হয়ে থাকে। আবার নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই সকল নিয়মে আরও একাধিক পরিবর্তন আসে। শুক্রবার অর্থাৎ ১ এপ্রিল একই রকমভাবে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেল আয়করের ৫ নিয়ম।
নতুন অর্থবর্ষ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে যে সকল নিয়মে পরিবর্তন এসেছে তার মধ্যে কোনটি আয়করদাতাদের জন্য সুবিধাজনক, আবার কোনোটি বাড়তি চাপ তৈরি করবে। তবে এই প্রতিটি নিয়মের কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেট পেশ করার সময় ঘোষণা করেছিলেন।
১) আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় কোন ভুল করলে তা সংশোধন করার সুযোগ পান আয়করদাতারা। নতুন নিয়ম অনুসারে এই সময় পাওয়া যাবে দু’বছর।
২) নতুন নিয়ম অনুসারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ক্ষেত্রে লভ্যাংশের ৩০ শতাংশ আয়কর ধার্য হবে। এছাড়াও ১% টিডিএস হিসাবে ধার্য করা হবে আগামী জুলাই মাস থেকে। পাশাপাশি কোন ক্রিপ্টো থেকে লোকসান হলেও যেটিতে লাভ হবে সেখানে কোন ছাড় পাওয়া যাবে না।
৩) প্রভিডেন্ট ফান্ডে কেউ যদি আড়াই লক্ষ টাকার বেশি টাকা রাখেন তাহলে সেই টাকার সুদের উপর কর গুনতে হবে। এর জন্য পিএফ অ্যাকাউন্টের দুটি ভাগ করা হতে পারে। তবে খুব কম চাকুরীজীবি এই করের আওতায় পড়বেন।
৪) করোনা আক্রান্ত হওয়া কোন ব্যক্তির চিকিৎসা অথবা মৃত্যুর জন্য অর্থ সাহায্য পেলে তা করমুক্ত। তবে এর উর্ধ্বসীমা হিসেবে রাখা হয়েছে ১০ লক্ষ টাকা।
৫) বিশেষভাবে সক্ষম কোন শিশুর জন্য যদি তার বাবা-মা কোন বীমা প্রকল্প করেন তাহলে এর আয়ের ক্ষেত্রে কোন ঘর জমা দিতে হবে না।