নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রতিদিন বেড়ে চলেছে জ্বালানির দাম। পেট্রোল ডিজেলের মত জ্বালানির দাম বৃদ্ধি পেতে পেতে এখন সেঞ্চুরি পার করেছে। এসবের মধ্য থেকে এবার বাদ পরল না কেরোসিন। এক ধাক্কায় অনেকটাই বাড়ল কেরোসিনের দাম।
কেরোসিনের দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দাম বৃদ্ধি পেয়েছে অটোতে ব্যবহৃত এলপিজি-রও। পেট্রোল-ডিজেলের পাশাপাশি এবার কেরোসিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বহু দুঃস্থ দরিদ্র মানুষ অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি কেরোসিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি ১৫ টাকা। অন্যদিকে অটোতে ব্যবহৃত এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি ৯ টাকা। এইভাবে দাম বৃদ্ধি পাওয়ার কারণে এর প্রভাব পড়বে ভাড়ার উপর বলে মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত ভাড়া বৃদ্ধি নিয়ে কোন কিছু জানানো হয়নি অটোচালকদের তরফ থেকে।
দাম বৃদ্ধির পর বর্তমানে কেরোসিন তেলের লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ৭৯ টাকা ৬২ পয়সা। মার্চ মাসে এই কেরোসিন তেলের দাম ছিল লিটার প্রতি ৬৪ টাকা ২৪ পয়সা। তবে শুধু এই মাসে নয়, মার্চ মাসেও লিটার প্রতি কেরোসিন তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল। মার্চ মাসে কেরোসিন তেলের দাম বৃদ্ধি পেয়েছিল লিটার প্রতি ৭ টাকা। অর্থাৎ দু’মাসে কেরোসিন তেলের দাম বৃদ্ধি পেল লিটার প্রতি ২২ টাকা।
কেরোসিন তেলের উপর এই ভাবে দাম বৃদ্ধি করা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত। তিনি জানিয়েছেন, “শুধু ভর্তুকি বন্ধ নয়, রেশনে কেরোসিন বিক্রি করে কেন্দ্রীয় সংস্থাগুলিও লাভের মুখ দেখছে। যেভাবে দাম বাড়ানো হয়েছে তাতে গরীব মানুষদের পক্ষে আর রেশনে কেরোসিন কেনা সম্ভব হবে না।”