নিজস্ব প্রতিবেদন : Trai দেশের প্রতিটি টেলিকম সংস্থাকে নির্দেশ দিয়েছে ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান লঞ্চ করার। সেই নির্দেশ মতো Jio, Airtel, Vi এই তিন টেলিকম সংস্থা লঞ্চ করেছে ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান। মূলত গ্রাহকদের একাধিক দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে Trai নির্দেশ দিলে এই তিন টেলিকম সংস্থা এই নতুন রিচার্জ প্ল্যানগুলি লঞ্চ করে।
Jio-এর ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান
২৫৯ টাকা : ২৫৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০টি করে এসএমএস। এছাড়া রয়েছে জিও অ্যাপস সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এই প্রতিটি সুবিধা পাওয়া যাবে পুরো ৩০ দিনের জন্য।
Airtel-এর ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান
২৯৬ টাকা : এই রিচার্জ প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা পাবেন সারা মাসে ২৫ জিবি ডেটা। এর সঙ্গে রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ৩০ দিন। সুতরাং হিসেব কষলে লক্ষ্য করা যাবে, প্রতিদিন ১ জিবি করেও ডেটা মিলবে না এই রিচার্জ প্ল্যানে। তবে ২৫ জিবি ডেটা যে কোন সময় ব্যবহার করা যাবে।
৩১৯ টাকা : এতে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা, ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ৩০ দিন।
Vi-এর ৩০ ও ৩১ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান
৩২৭ টাকা : এই রিচার্জ প্ল্যান ব্যবহার করলে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন। এর সঙ্গে রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস। পাশাপাশি রয়েছে মোট ২৫ জিবি ডেটা। এর ভ্যালিডিটি ৩০ দিন।
৩৩৭ টাকা : এই রিচার্জ প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা পাবেন ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এতে রয়েছে মোট ২৮ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩১ দিন।