নিজস্ব প্রতিবেদন : ভারতে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে এমন টেলিকম সংস্থাগুলির মধ্যে অধিকাংশ বেসরকারি টেলিকম সংস্থা। তবে এদের সঙ্গেই পাল্লা দিয়ে অস্তিত্ব বজায় রেখেছে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL। রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা কেবলমাত্র নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে এমনটা নয়, এর পাশাপাশি কম টাকায় এই টেলিকম সংস্থার বেশকিছু রিচার্জ প্ল্যান রয়েছে যা হার মানাচ্ছে অন্যান্যদের।
৩৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে রয়েছে প্রতিদিন ১ জিবি করে ডেটা। এর পাশাপাশি রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ৮০ দিন। এছাড়াও রয়েছে বিএসএনএল টিউন এবং লোকধুন কন্টেন্টের অ্যাক্সেস।
৪২৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে রয়েছে প্রতিদিন ১ জিবি করে ডেটা। এর পাশাপাশি রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ৮১ দিন। এছাড়াও রয়েছে বিএসএনএল টিউন এবং লোকধুন কন্টেন্টের অ্যাক্সেস। এর সঙ্গে রয়েছে Eros Now-এর অ্যাক্সেস।
৪৪৭ টাকা : এই রিচার্জ প্ল্যানে রয়েছে ১০০ জিবি ডেটা। এর পাশাপাশি রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ৬০ দিন। এছাড়াও রয়েছে বিএসএনএল টিউন এবং লোকধুন কন্টেন্টের অ্যাক্সেস। এর সঙ্গে রয়েছে Eros Now-এর অ্যাক্সেস।
৪৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা। এর পাশাপাশি রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ৯০ দিন। কোনো OTT সাবস্ক্রিপশন নেই।