অজান্তেই গ্রাহকদের PAN-এ হচ্ছে ঋণের প্রতারণা, কিভাবে বুঝবেন আপনারটা কতটা সুরক্ষিত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন বাড়ছে ডিজিটাল লেনদেন। ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে ঋণ সহ বিভিন্ন লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। তবে এসবের পাশাপাশি আবার পাল্লা দিয়ে বাড়ছে নানান ধরনের প্রতারণার মতো ঘটনা। এসকল প্রতারণার মধ্যে রয়েছে কেওয়াইসি-র নাম করে টাকা হাতিয়ে নেওয়া, আধার লিঙ্ক করানোর নাম করে টাকা হাতিয়ে নেওয়া সহ অন্যান্য নানান ধরনের প্রলভন দেখিয়ে টাকা হাতানো।

Advertisements

তবে এসবের পাশাপাশি আবার নতুন এক ধরনের প্রতারণা নজরে এসেছে যা রীতিমতো চমকে দেওয়ার। গ্রাহকদের অজান্তেই তাদের PAN ব্যবহার করে নেওয়া হচ্ছে ঋণ। এমন একাধিক ঘটনা সম্প্রতি সামনে এসেছে। এই ধরনের প্রতারণার সংখ্যা এখন অনেক বাড়ছে বলেই জানা যাচ্ছে।

Advertisements

প্রতারিতদের থেকে জানা যাচ্ছে, তাদের অজান্তেই দেখা যাচ্ছে তাদের নামে রয়েছে ঋণ। এই ঋণ নেওয়া হয়েছে তাদের PAN নম্বর ব্যবহার করে। অথচ কোনভাবেই এই বিষয়টি টের পাননি তারা। কিভাবে এমনটা হচ্ছে তা নিয়ে রয়েছে সংশয়। শুধু সাধারণ মানুষ নয়, এই ধরনের জালিয়াতির শিকার গত ফেব্রুয়ারি মাসে হয়েছিলেন খোদ বলিউড অভিনেত্রী সানি লিওন।

Advertisements

এই বিষয়ে বলিউড এই অভিনেত্রী একটি অভিযোগ জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, তার অজান্তেই তার PAN নম্বর ব্যবহার করে ঋণ নেওয়া হয়েছে। সবথেকে হাসির বিষয় হলো তার এই PAN নম্বর ব্যবহার করে নেওয়া ঋণের পরিমাণ হলো মাত্র ২ হাজার টাকা।

এখন প্রশ্ন হলো PAN নম্বর এইভাবে কেউ ব্যবহার করছে না তো? এই বিষয়ে জানার জন্য একটি সহজ পদ্ধতি রয়েছে। সেই সহজ পদ্ধতি হলো, Paytm অথবা PolicyBazaar-এর মত ফিনটেক অ্যাপে লগইন করে নিজের নামে থাকা ঋণের বিবরণ চেক করতে পারবেন। এর পাশাপাশি তাৎক্ষণিকভাবে CIBIL স্কোরও দেখে নিতে পারবেন। এর পাশাপাশি কোন অচেনা ব্যক্তিকে নিজের PAN নম্বর দেবেন না এবং কেউ যদি ব্যাঙ্ক ম্যানেজার অথবা অন্য কিছু পরিচয় দিয়ে PAN বা অন্য কিছু জানতে চাই তাহলে সেই তথ্য যেন শেয়ার করবেন না। নিজের ডকুমেন্ট সবসময় সুরক্ষিত রাখা প্রয়োজন।

Advertisements