BSNL-এর ৩০ দিনের ভ্যালিডিটির সস্তা রিচার্জ প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রাইয়ের নির্দেশের পর দেশের প্রতিটি টেলিকম সংস্থা ধাপে ধাপে ৩০ দিন অর্থাৎ পুরো এক মাসের রিচার্জ প্ল্যান নিয়ে আসতে ব্যস্ত। বেসরকারি টেলিকম সংস্থা হিসাবে প্রথম ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান নিয়ে আসে জিও, এরপর এয়ারটেল এবং ভোডাফোন। তবে ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত সস্তায় রিচার্জ প্ল্যান আগে থেকেই রয়েছে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL-এর।

Advertisements

১৯ টাকা : রাষ্ট্রায়াত্ত এই টেলিকম সংস্থার সবচেয়ে সস্তায় ৩০ দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানটি হলো ১৯ টাকা। এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে গ্রাহকদের যে কোন নেটওয়ার্কে কথা বলার জন্য মিনিটে ২০ পয়সা করে খরচ করতে হয়। তবে এই রিচার্জ প্ল্যান ব্যবহার করার জন্য আলাদা করে ভ্যালিডিটি ভাউচার রিচার্জ করতে হবে গ্রাহকদের।

Advertisements

১৪৭ টাকা : এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে গ্রাহকরা পেয়ে থাকেন ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ। এর সঙ্গে রয়েছে ১০ জিবি ডেটা। পাশাপাশি রয়েছে বিনামূল্যে বিএসএনএল টিউন। তবে এই রিচার্জ প্ল্যান ব্যবহার করলে এসএমএস সুবিধা পাওয়া যায় না। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন।

Advertisements

২৪৭ টাকা : এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে গ্রাহকরা পাবেন ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা। সঙ্গে রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস, মাসে ৫০ জিবি ডেটা। এর পাশাপাশি রয়েছে বিনামূল্যে বিএসএনএল টিউন এবং ইরস নাও সাবস্ক্রিপশন বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন।

২৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে গ্রাহকরা পান ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা। এছাড়াও রয়েছে প্রতিদিন ৩ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০টি করে এসএমএস। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন।

সস্তায় যেসকল ফোন ব্যবহারকারীরা নিজেদের সিমকার্ড চালাতে চান তাদের জন্য এর থেকে সস্তা আর কোন নেটওয়ার্ক আপাতত ভারতের বাজারে নেই। পাশাপাশি এই টেলিকম সংস্থা আগামী আগস্ট মাসেই লঞ্চ করতে চলেছে 4G পরিষেবা। পাশাপাশি 5G পরিষেবাও তারা খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেবে বলে জানা যাচ্ছে।

Advertisements