নিজস্ব প্রতিবেদন : গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে সরগরম রাজ্য। রক্ষাকবচ হারিয়ে তাকে সিবিআই দপ্তরে যেতে হবে, এই নিয়েই সকলের চোখ পড়েছিল তার দিকে।
এমনিতেই গতকাল অর্থাৎ মঙ্গলবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বাড়ি থেকে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি আসানসোল যান। সেখান থেকে তিনি আবার পৌঁছে যান কলকাতায় নিজের চিনারপার্ক ফ্ল্যাটে।
বুধবার সকাল বেলায় তাকে ফ্ল্যাট থেকে বের হতেও লক্ষ্য করা যায়। ফ্ল্যাট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রওনা দিতেই শুরু হয় জল্পনা, তাহলে কি অনুব্রত মণ্ডল যাচ্ছেন নিজাম প্যালেসের সিবিআই দপ্তর হাজিরা দিতে! তবে সেই জল্পনার ইতি হয় কিছুক্ষণের মধ্যেই। নিজাম প্যালেসের পরিবর্তে এসএসকেএম হাসপাতালে যেতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে যান তিনি।
এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডলকে ঢুকতে দেখে সাংবাদিকদের হুড়োহুড়ি শুরু হলেও তিনি কোনো কথা বলেননি। গাড়ি থামিয়ে সোজা ঢুকে যান ওয়ার্ডের মধ্যে। এর আগেও একাধিকবার অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের তলব এড়াতে লক্ষ্য করা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণে। আর এবারও তার হাসপাতালে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, এর আগে একাধিকবার সিবিআই তলব পেলেও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আদালতের দ্বারস্থ হলে তাকে রক্ষাকবচ দেওয়া হয়। কিন্তু এবার তিনি আর আদালতের সেই রক্ষাকবচ পাননি। এমনকি আদালতের তরফ থেকে জানানো হয়েছিল, সিবিআই প্রয়োজন পড়লে অনুব্রত মণ্ডলকে তলব করতে পারে এবং অনুব্রত মণ্ডলকে তদন্তে সহযোগিতা করতে হবে।