জুটি বাঁধলেন ভুবন বাদ্যকর ও হিরো আলম, আসছে দুটি নতুন গান

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর এখন বিশ্ব বিখ্যাত। তার কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠেন। অন্যদিকে আবার বাংলাদেশের হিরো আলমকে চেনেন না এমন মানুষের সংখ্যাও কম। এবার এই দুজন জুটি বেঁধে দুটি নতুন গান আনতে চলেছেন।

Advertisements

ভুবন বাদ্যকর ও হিরো আলম জুটি বেঁধে নতুন গান আনতে চলেছেন এই বিষয়ে হিরো আলম তার নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে সকলকে জানিয়েছেন। শুধু ভিডিও আপলোড করে কোনো ঘোষণা নয়, পাশাপাশি ভুবন বাদ্যকরকে পাশে বসিয়ে দুজনকে এই নতুন গান নিয়ে ঘোষণা করতে দেখা গিয়েছে।

Advertisements

ভুবন বাদ্যকরের সঙ্গে জুটি বেঁধে নতুন গান লঞ্চ করার জন্য হিরো আলম বাংলাদেশ থেকে ছুটে আসেন কলকাতায়। সেখানেই একটি স্টুডিওতে এই গান রেকর্ডিংয়ের কাজ সেরে ফেলেছেন তারা। এর আগে কলকাতা বিমানবন্দরে নেমেই হিরো আলম নতুন চমক আনার বিষয়ে জানিয়েছিলেন।

Advertisements

সূত্র মারফত জানা গিয়েছে, ভুবন বাদ্যকর এবং হিরো আলম কলকাতার লেকটাউনের একটি স্টুডিওতে তাদের এই গান রেকর্ডিং করেছেন। এই দুটি গান আনা হচ্ছে যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়ালের প্রযোজনায়। গানের কথা নজরুল কবিরের। সুর সাজিয়েছেন এফ এ প্রীতম এবং গানের মিউজিক ডিরেক্টর ওয়াহেদ সাহিন।

নতুন যে দুটি গান আনা হচ্ছে সেই দুটি গান হল ‘হাউ ফানি’ ও ‘বাবু খাইছ কাঁচা বাদাম’। এই দুটি গানের পাশাপাশি মিউজিক ভিডিও-ও আনা হবে বলে জানানো হয়েছে। এর আগে কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর তার ভাইরাল গানের জন্য যখন সেলিব্রেটি হয়েছিলেন সেই সময় হিরো আলমকে এই কাচা বাদাম গানের হিন্দি ভার্সন বের করতে দেখা গিয়েছিল এবং বাদাম বিক্রি করতে লক্ষ্য করা গিয়েছিল। আর এবার একসঙ্গে জুটি বেঁধে আনছেন জোড়া গান।

Advertisements