নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশে বিপুল পরিমাণে বেড়েছে ডিজিটাল লেনদেন। তবে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলেও নগদের ব্যবহার খুব একটা কমেনি। বিভিন্ন কারণে নগদ অর্থের প্রয়োজন হয়ে থাকে। তবে এই নগদ অর্থের জন্য বর্তমানে অধিকাংশ গ্রাহকরা ব্যাংকের শাখায় না গিয়ে এটিএম কাউন্টার থেকে সংগ্রহ করে নেন।
এটিএম কাউন্টার থেকে নগদ অর্থ সংগ্রহ করার কারণে স্বাভাবিকভাবেই এটিএম কাউন্টারের গুরুত্ব যথেষ্ট এবং এর ব্যবহার বিপুল। এই এটিএম পরিষেবায় এবার নয়া দিগন্ত দেখাতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। খুব শীঘ্র ভারতের প্রতিটি প্রান্তে চালু হতে চলেছে কার্ডলেস এটিএম পরিষেবা। দেশের বেশ কিছু জায়গায় এই ব্যবস্থা থাকলেও তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের প্রতিটি ব্যাংক এবং অটোমেটেড টেলার মেশিন নেটওয়ার্কগুলিকে কার্ডলেস অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) পদ্ধতিতে টাকা তোলার সুবিধা উপলব্ধ করার প্রস্তাব দিয়েছে। তবে এই পদ্ধতিতে টাকা তোলার ব্যবস্থা চালু হলে কতটা লাভ হবে আপনার।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিপদ দাস এই বিষয়ে জানিয়েছেন, “এবার দেশের সব ব্যাঙ্কেই ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা যাবে। এই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে লেনদেন আরও সহজ হবে। তাছাড়া স্কিমার বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা সাধারণ মানুষের টাকা চুরি করতে পারবে না।” অর্থাৎ এই পদ্ধতি এলে আপনার অর্থ আরও সুরক্ষিত থাকবে। কার্ড স্কিমিং বা ক্লোনিং বন্ধ হয়ে যাবে।
কার্ড ছাড়া ইউপিআই পদ্ধতিতে টাকা তোলার জন্য সুরক্ষার ক্ষেত্রে টাকা তোলার সময় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে একটি পিন আসবে। সেই পিন দেওয়ার পর স্টার জলসার গ্রাহকরা তাদের টাকা তুলতে পারবেন। এখন যে নিয়ম চালু রয়েছে তাতে এই পদ্ধতিতে দিনে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা যেতে পারে। মাসে এই টাকা তোলার পরিমাণ ২৫ হাজার টাকা। তবে দেশের সর্বত্র এই পদ্ধতি চালু হলে নিয়মেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।