নিজস্ব প্রতিবেদন : কলকাতায় এসে একের পর এক কান্ড ঘটিয়ে চলেছেন বাংলাদেশের হিরো আলম। প্রথমেই তিনি বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল ব্যক্তি বাদাম কাকুর সঙ্গে দুটি গান রেকর্ডিং করেন। এরপর এখানেই থেমে থাকেননি তিনি। তারপর আবার লক্ষ্য করা যায় তাকে রানু মন্ডলের সঙ্গে গান রেকর্ডিং করতে।
রানু মন্ডলের সঙ্গে গান রেকর্ডিং করার ছবি এবং ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হিরো আলম। যে ভিডিওতে দেখা যাচ্ছে তারা দুজনে যে গানটি রেকর্ডিং করেছেন সেই গানটি হল, ‘তুমি ছাড়া আমি কী করে বাঁচি’। এর পাশাপাশি ভিডিও আপলোড করার সময় হিরো আলম লিখেছেন, ‘এই গানটির রেকর্ডিং করা হচ্ছে বউ জামাইয়ের লড়াই মুভির জন্য’।
রানু মন্ডলের সঙ্গে হিরো আলম এই গানটির রেকর্ডিং করেছেন কলকাতার লেকটাউনের একটি স্টুডিওতে। এই গানটি লিখেছেন নজরুল কবীর। গানটিতে সুর দিয়েছেন এফ এ প্রীতম। এই গানের প্রযোজনায় রয়েছে যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়াল। এই একই টিমের সঙ্গে গান রেকর্ডিং করেছিলেন বাদাম কাকু ভুবন বাদ্যকর।
বর্তমানে যেমন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ঠিক তেমনই এক সময় রাতারাতি ভাইরাল হয়ে সেলিব্রেটি হয়ে উঠেছিলেন রানু মন্ডল। তিনি রানাঘাটের রেলস্টেশনের ভবঘুরে জীবন থেকে সরাসরি পৌঁছে যান বলিউডে। বলিউডে পৌঁছে তিনি হিমেশ রেশমিয়ার সঙ্গেও গান গেয়েছেন।
অন্যদিকে বাংলাদেশের চর্চিত এই চরিত্র হিরো আলম ভুবন বাদ্যকর ভাইরাল হওয়ার পরেই তাঁর সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। একইভাবে রানু মন্ডলকেও নিজের একটি ছবিতে গান গাওয়ার বিষয়ে জানিয়েছিলেন। সেই সময় তিনি রানু মন্ডলের সঙ্গে ভিডিও কল করে কথা বলার একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেটাই করে দেখালেন তিনি।