নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরে ভারতের রেল পরিষেবাকে সাজিয়ে তোলার জন্য একের পর এক পরিকল্পনা গ্রহণ করছে কেন্দ্র সরকার। যাত্রী সুরক্ষা থেকে যাত্রী স্বাচ্ছন্দ, দ্রুতগতির ট্রেন সহ নানান পরিকল্পনা রয়েছে এই বৈপ্লবিক পরিবর্তনের ক্ষেত্রে।
ভারতের রেল পরিষেবায় বৈপ্লবিক এই পরিবর্তনের অন্যতম অঙ্গ হল বুলেট ট্রেন। ভারতের বাসিন্দারা ভারতে বসেই এবার এই বুলেট ট্রেনের চাপার সুযোগ পাবেন। বুলেট ট্রেনের চাপার জন্য কেবলমাত্র অপেক্ষা। ন্যাশানাল হাই স্পিড রেল করিডর সূত্রে জানা যাচ্ছে, ভারতে এই বুলেট ট্রেন চালু হবে ২০২৭ সালেই। সুরাটে প্রথম এই বুলেট ট্রেনের জন্য স্টেশনের উদ্বোধন হবে। আগামী বছরই হয়ে যাবে এই স্টেশনের উদ্বোধন।
ন্যাশানাল হাই স্পিড রেল করিডরের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সতীশ অগ্নিহোত্রী জানিয়েছেন, ২০২৭ সালে বুলেট ট্রেনের প্রথম পথ চলা শুরু হওয়ার আগে ২০২৬ সালেই ট্রায়াল শুরু হয়ে যাবে। সুরাত থেকে বিলিমোরার মধ্যে চলবে এই ট্রায়াল এবং ২০২৭ সালে পথ চলা শুরু করবে বুলেট ট্রেন।
২০২৩ সালে সুরাটে বুলেট ট্রেনের জন্য স্টেশনের উদ্বোধন হওয়ার পাশাপাশি ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে চারটি স্টেশন তৈরি হয়ে যাবে। বুলেট ট্রেনের জন্য ২৩৭ কিলোমিটার বিশেষ ধরনের ব্রিজ তৈরি করা হবে। যেগুলি Viaduct নামে পরিচিত এবং কলাম দিয়ে এগুলি তৈরি করা হবে।
জাপানের দূত সতোষী সুজুকি জানিয়েছেন, ভারতে উন্নত প্রযুক্তির বুলেট ট্রেন চালানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়বদ্ধ জাপান। জাপানে যা রয়েছে তার থেকেও নতুন কিছু যোগ হবে ভারতে। ভারতের জন্য যে সকল বুলেট ট্রেন তৈরি করা হচ্ছে সেগুলি ভারতের আবহাওয়া এবং দূষণের বিষয়টিকে মাথায় রেখে। ভারতের এই বুলেট ট্রেনগুলি হবে অ্যান্টিসিসমিক। প্রথমদিকে এই বুলেট ট্রেন বিদেশ থেকে আনা হলেও কিছু ট্রেন এখানেই অ্যাসেম্বল করা হবে। এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এক লক্ষের বেশি।