৫ টাকায় দৌঁড়াবে ৬০ কিমি, ইনি নিজের হাতে তৈরি করলেন ইলেকট্রিক গাড়ি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে দেশে হু হু করে বাড়ছে ইলেকট্রিক যানবাহনের চাহিদা। বর্তমানে ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা কম হলেও ইলেকট্রিক স্কুটারের চাহিদা অনেক বেশি। সাম্প্রতিককালে এই চাহিদা বলে দিচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এই ইলেকট্রিক যানবাহন।

Advertisements

ইতিমধ্যে ইলেকট্রিক গাড়ি বাজারে আনার বিষয়ে তালিকায় নাম লিখিয়েছে টাটা, এমজি মোটরের মতো সংস্থা। তবে এসবের মাঝেই কেরলের এক ষাটোর্ধ্ব ব্যক্তি নিজের হাতেই তৈরি করে ফেললেন একটি ইলেকট্রিক গাড়ি। দৈনন্দিন প্রয়োজনে তিনি এই গাড়িটি তৈরি করেছেন। গাড়িটি একবার চার্জ দিলে ৬০ কিলোমিটার পর্যন্ত দৌঁড়াতে সক্ষম। ফুল চার্জ দেওয়ার জন্য খরচ হবে মাত্র পাঁচ টাকা।

Advertisements

কেরালার কোল্লাম জেলার ৬৭ বছর বয়সী অ্যান্টনি নামে এক ব্যক্তি এই ধরনের ঘরোয়া ব্যবহারের জন্য ইলেকট্রিক গাড়ি তৈরি করেছেন। তার সেই গাড়ির ভিডিও আপলোড করা হয়েছে ভিলেজ বার্তা নামে একটি ইউটিউব চ্যানেলে। ওই ব্যক্তি একজন ক্যারিয়ার কনসালটেন্ট। তার বাড়ি থেকে তার অফিসের দূরত্ব হলো ৩০ কিলোমিটার। আগে তিনি নিজের বাড়ি থেকে অফিস যাতায়াতের জন্য ব্যবহার করতেন একটি ইলেকট্রিক স্কুটার।

Advertisements

কিন্তু বর্তমানে ওই ব্যক্তির বয়স বেড়ে যাওয়ায় রোজ ইলেকট্রিক স্কুটারে করে যাতায়াত করা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে তার কাছে। সেই কথা মাথায় রেখে নিজের জন্য একটি গাড়ি তিনি চাইছিলেন। যে গাড়িটি তাকে ঝড় জল থেকে রক্ষা করবে এবং পরিবেশ দূষণ করবে না। এই সকল কথা ভেবে তিনি একটি ইলেকট্রিক গাড়ি কেনার চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু আকাশছোঁয়া দামের দিকে তাকিয়ে তা করে উঠতে পারেননি। তারপরে নিজে গাড়ি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন।

এই পরিকল্পনা থেকেই ২০১৮ সালে ওই ব্যক্তি নিজের এই গাড়িটি তৈরি করা শুরু করেন। তারপর করোনাকালে সেই কাজ পিছিয়ে গেলেও শেষমেষ তিনি নিজে গাড়ি তৈরি করতে সক্ষম হন। প্রথম গাড়ি তৈরি করার কারণে বেশ কিছু ভুল হয়। যদিও পরে সেই সকল ভুল সংশোধন করে এখন এমন ভাবে গাড়িকে সাজিয়েছেন যা তার জন্য যথোপযুক্ত। গাড়িটির সর্বাধিক স্পিড ঘন্টায় ২৫ কিলোমিটারের কম। তবে গাড়ির ভালো ব্যাটারি লাগানোর পর এই গাড়ি একবার চার্জ দিলে ৬০ কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম।

Advertisements