সুখবর, আসছে দুয়ারে পেনশন, নয়া প্রকল্প ইপিএফও-র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সেইরকমই এবার দুয়ারে পেনশন দেওয়ার মত পরিকল্পনা নিচ্ছে শ্রমমন্ত্রকের আওতায় থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। পিএফ-এর সুবিধা প্রাপ্ত বেসরকারি সংস্থার কর্মীদের জন্য এই প্রকল্প শুরু হয়েছে রাজ্যে।

Advertisements

নতুন এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে প্রয়াস। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অবসর গ্রহণের দিনেই অবসরপ্রাপ্ত কর্মীর হাতে পেনশন তুলে দেওয়া। এমনকি ওই কর্মী যে সংস্থার আওতায় রয়েছেন সেই সংস্থা যদি চায় তাহলে সেই কর্মীর অফিসে গিয়ে পেনশন পৌঁছে দেবেন ইপিএফও কর্মীরা।

Advertisements

এই উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে জানা যাচ্ছে, অবসরপ্রাপ্ত কর্মীদের নিজেদের হকের পেনশন পেতে বহু সময় পায়ের জুতো খোওয়াতে লক্ষ্য করা গিয়েছে। বারংবার পিএফ অফিস থেকে তাদের ফিরতে হয় নানান অজুহাতে। এই সমস্যা অনেকটা সমাধান করা সম্ভব হলেও সম্পূর্ণভাবে তার সমাধান হয়নি। যে কারণে এই প্রকল্পের মধ্য দিয়ে এই সমস্ত সমস্যার সমাধান করতে চাইছে সংস্থা।

Advertisements

এই প্রকল্পের মধ্য দিয়ে সুবিধা পেতে হলে কর্মীদের অবসর গ্রহণের আগে পিএফ অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। সঠিক সময়ে প্রয়োজনীয় সমস্ত নথি জমা করতে হবে। কর্মীকে e-nomination করিয়ে রাখতে হবে এবং কেওয়াইসি সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সেরে রাখতে হবে।

এর পাশাপাশি সংস্থার তরফ থেকে অবসর নিতে যাওয়া কর্মীর পিএফ অ্যাকাউন্টে অগ্রিম টাকা জমা করবে। যে মাসে ওই কর্মী অবসর গ্রহণ করবেন সেই মাসের ১৫ তারিখের মধ্যে জমা করতে হবে ইলেকট্রনিক চালান কাম রিটার্ন। এসকল সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে পূর্ণ করার পরেই প্রয়াস প্রকল্প কাজ করবে।

এই প্রয়াস প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান নিকোবরের দায়িত্বে থাকা অতিরিক্ত কেন্দ্রীয় পিএফ কমিশনার রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, “গত কয়েক বছরে গ্রাহক স্বার্থে পিএফের বেশ কিছু প্রশাসনিক ও প্রযুক্তিগত বদল ঘটেছে। আর এখন অবসরের দিন পেনশন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা চাই, পিএফের সুবিধা দেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলি আমাদের সাহায্য নিক। তারা যদি আমাদের জানায়, তাহলে আমরাই দফতরের কর্মী বা অফিসারদের সেই সংস্থায় পাঠাব। তিনি কর্মীর হাতে পেনশনের নথি তুলে দেবেন। সম্প্রতি এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’”

Advertisements