কোন কোন জেলায় বৃষ্টি, কোন কোন জেলায় তাপপ্রবাহ, পূর্বাভাসে জানালো হওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি। কোন কোন জেলায় তাপমাত্রার পারদ পার করেছে ৪০ ডিগ্রির বেশি। এই পরিস্থিতিতে যখন নাজেহাল অবস্থা রাজ্যের বাসিন্দাদের সেই সময়ই জেলার ভিত্তিতে কোথায় কেমন আবহাওয়া থাকবে তা জানালে হাওয়া অফিস।

Advertisements

সোমবার রাজ্যের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলেও জানানো হয়েছে। যে সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের মধ্যে পড়ছে।

Advertisements

উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গেরও বেশকিছু জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বৃষ্টির সবচেয়ে বেশি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেই সকল জেলাগুলি হল মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। অন্যদিকে এই সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও একই সঙ্গে আবার দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশকিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা।

কলকাতায় সোমবার আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। বিকালের দিকে হালকা হওয়ার পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে।

Advertisements