নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের কাছে রেল পরিষেবা হলো গণপরিবহনের মেরুদন্ড। এই রেল পরিষেবার মধ্য দিয়ে ট্রেনের সফল করার জন্য আগে থেকে টিকিট বুক করে রাখতে হয়। দূরপাল্লার ট্রেনের সফর করার ক্ষেত্রে আগে থেকে টিকিট বুক না করা থাকলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
অন্যদিকে বিপদে পড়া বা জরুরী ভিত্তিতে সফর করতে হবে এমন যাত্রীদের জন্য রেলের তরফ থেকে তৎকাল পরিষেবা রাখা হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় সেই তৎকাল পরিষেবার সুবিধা পান না বহু যাত্রীরাই। তবে এসবের মাঝেও রেলের এমন একটি নিয়ম রয়েছে, যাতে করে যাত্রীরা টিকিট না কেটেই দূরপাল্লার ট্রেনের সফল করতে পারেন।
এই বিশেষ নিয়ম অনুসারে যাত্রীরা কেবলমাত্র প্লাটফর্ম টিকিট কেটে ট্রেনে সফর করার সুযোগ পান। যদি এরকম কোন জরুরী পরিস্থিতি হয় তাহলে ওই যাত্রীকে প্রথমে প্লাটফর্ম টিকিট কেটে স্টেশনে প্রবেশ করতে হবে। তারপর সেই প্লাটফর্ম টিকিট নিয়েই তিনি ট্রেনে উঠতে পারবেন।
ট্রেনে ওঠার পর ওই যাত্রীকে দ্রুত যোগাযোগ করতে হবে টিটিই-র সঙ্গে। সেই সময় ওই টিটিই ওই যাত্রীর থেকে ট্রেনে ওঠার কারণ জেনে আবেদনের ভিত্তিতে একটি টিকিট করে দেবেন। তবে টিটিই যদি টিকিট করে দিতে অক্ষম হন তাহলেও চিন্তার কোন কারণ নেই। তখন ওই যাত্রীকে ট্রেনের গার্ডের থেকে একটি সার্টিফিকেট করিয়ে নিতে হবে। সেই সার্টিফিকেটে তাকে অনুমতি দেওয়া হবে সফরের জন্য।
ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীদের অসুবিধা ও সুবিধার কথা মাথায় রেখে এই বিশেষ নিয়ম চালু করা হয়েছে। তবে ট্রেনে সফর শুরু হলেই যাত্রীকে টিটিই-র সঙ্গে যোগাযোগ করে নিতে হবে, অন্যথায় মাঝপথে সমস্যার সম্মুখীন হতে পারেন ওই যাত্রী।
এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে প্লাটফর্ম টিকিটের গুরুত্ব কোথায় এবং কেন তা কেটে রাখতে হয় যাত্রীকে। কারণ হলো ওই প্লাটফর্ম টিকিট প্রমাণ করে ওই যাত্রী নির্দিষ্ট এই রেলস্টেশন থেকে ট্রেন সফর শুরু করেছেন। তাতে টিটিই-র টিকিট বানিয়ে দেওয়া সুবিধা হয়।