কি অবস্থায় রয়েছে আপনার লক্ষ্মীর ভান্ডারের আবেদন, জানা যাবে এই ভাবে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সদ্যসমাপ্ত হওয়া একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল মহিলাদের মন পেতে দারুণ একটি প্রকল্প নিয়ে আসে। যে প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি নগদ দেওয়ার বন্দোবস্ত করা হয়।

Advertisements

২৫-৬০ বছর বয়সী আবেদনকারী তপশিলি জাতি ও উপজাতির শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা এবং সাধারন শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই প্রতিশ্রুতিতে অভূতপূর্ব সাড়া পায় শাসক দল। সরকারে ফিরেই তারা প্রতিশ্রুতি মত এই প্রকল্প লঞ্চ করে এবং নাম দেয় লক্ষ্মীর ভাণ্ডার।

Advertisements

ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় কয়েকটি রাজ্যের মহিলারা আবেদন করে সুবিধা ভোগ করছেন। আবার এর পাশাপাশি বিভিন্ন সময়ে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন গ্রহণ চলছে। এই প্রকল্পের ক্ষেত্রে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে।

Advertisements

এই প্রকল্প সংক্রান্ত নানান তথ্য জানার জন্য যে ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে সেটি হল https://socialsecurity.wb.gov.in । এই ওয়েবসাইটে আবেদনকারীরা নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে বিভিন্ন স্ট্যাটাস জানতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী অথবা উপভোক্তাকে নিজের রেজিস্টার্ড নম্বর দিয়ে সেখানে আসা ওটিপির মধ্য দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর উপভোক্তারা নির্দিষ্ট জায়গায় প্রবেশ করে আবেদন স্থিতি, অর্থ প্রদানের স্থিতি ইত্যাদি যাবতীয় তথ্য জানতে পারবেন খুব সহজে। ঠিকঠাক টাকা আসছে কিনা, এই সংক্রান্ত নানান প্রশ্ন অনেকের মধ্যেই ঘোরাফেরা করতে লক্ষ্য করা যায়। সেই সকল প্রশ্ন দূর করতে এবার এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে আপনার আবেদন সংক্রান্ত তথ্য জানা যাবে।

Advertisements