নিজস্ব প্রতিবেদন : রানু মন্ডল একসময় রানাঘাটের রেলস্টেশনে ভবঘুরে জীবন কাটাতেন। তবে তার কণ্ঠস্বর চমকপ্রদ। আর সেই কণ্ঠস্বরের দৌলতেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন এবং বলিউড পর্যন্ত পাড়ি দেন। তার বলিউডে পাড়ি দেওয়ার অন্যতম কাণ্ডারী হলেন হিমেশ রেশমিয়া।
রানু মন্ডলের জীবনের লড়াই যেমন যে কোন চলচ্চিত্রের চিত্রনাট্যকে হার মানায়, ঠিক তেমনই হিমেশ রেশমিয়ার পদক্ষেপও কম নয়। যে কারণে যখন রানু মন্ডলকে নিয়ে আসতে চলেছে বায়োপিক, সেই সময় নিজের বায়োপিকে হিমেশ রেশমিয়াকে চাইলেন খোদ রানু নিজে। নিজের বায়োপিকে হিমেশ রেশমিয়াকে পেতে চেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
রানু মন্ডলের সেই ভিডিও পোস্ট করা হয়েছে ইশিকা দের প্রোফাইল থেকে। রানু মন্ডলের যে বায়োপিক আসতে চলেছে তা নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহ কম নেই। পাশাপাশি এই উৎসাহের সঙ্গে রয়েছে আরও একটি কৌতুহল, হিমেশ রেশমিয়ার চরিত্রে কোন অভিনেতা অভিনয় করবেন। এই সকল কৌতুহলের মাঝেই এইভাবে আরজি আলাদা মাত্রা এনে দিয়েছে। তবে সেই আরজির পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি হিমেশ রেশমিয়াকে।
রানাঘাট রেল স্টেশনে খালি গলায় গান গেয়ে ভাইরাল হওয়ার পর বলিউডে পাড়ি দিয়ে রানু মন্ডল হিমেশ রেশমিয়া ‘তেরি মেরি’ গানটি গেয়ে আলাদা মাত্রা এনে দিয়েছিলেন। খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে এর পাশাপাশি খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয় তাকে। এমনকি হিমেশ রেশমিয়া সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে শোনা গিয়েছে রানু মন্ডলের মুখ থেকে। যদিও সেই মন্তব্য কতটা স্বাভাবিক অবস্থায় করেছিলেন রানু মন্ডল তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে।
তবে এবার যেভাবে ভিডিও পোস্ট করার মধ্য দিয়ে রানু মন্ডল তার বায়োপিকে হিমেশ রেশমিয়াকে পেতে আবেদন জানিয়েছেন তা বেশ তাৎপর্যপূর্ণ। এখন দেখার বিষয় সত্যিই কি হিমেশ রেশমিয়া সেই আবেদনে সাড়া দেন!