এই ৬ টিপসে ঠিকঠাক রাখতে পারেন আপনার বাড়ির এসি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তরতরিয়ে বেড়েছে তাপমাত্রা। আর এই তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বৃষ্টির দেখা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে বাড়িতে এসি লাগানো ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। তবে শুধু এসি লাগালেই তো আর হয়না, তার সঙ্গে দরকার ঠিকঠাক সংরক্ষণ। তা না হলেই বারবার মেকানিক ডাকতে হয়। তবে এই ৬টি টিপস মেনে চললে বাড়ির এসির পরমায়ু বৃদ্ধি করা সম্ভব।

Advertisements

রিমোট কন্ট্রোলের সুইং বটন অন রয়েছে কিনা দেখতে হবে। অন থাকলে ৪৩ ডিগ্রী তাপমাত্রায় আপ ডাউনের ব্লেড ঘুরতে থাকবে। এক্ষেত্রে ঠিকঠাক রেসপন্স পাওয়া না গেলে বুঝতে হবে স্টেপার মোটরে কোন সমস্যা রয়েছে। সেক্ষেত্রে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

Advertisements

এয়ার ফিল্টার চেক করে নিতে হবে যাতে তাতে কোন নোংরা, আবর্জনা জমে না থাকে। প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর অন্ততপক্ষে একবার এই এয়ার ফিল্টার পরিষ্কার করে নিতে হবে।

Advertisements

অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় স্যাঁতস্যাঁতে বাতাস বেরিয়ে আসছে। কিন্তু এটি কোন সমস্যা নয়। এর অর্থ হলো আপনার বাড়ির আদ্র বাতাস খুব দ্রুত ঠান্ডা হচ্ছে।

এসি খুব বেশি জোরে শব্দ করলে অর্থাৎ জল যেভাবে বাহিত হয় সেইরকম শব্দ করলে বুঝতে হবে এসির ইউনিটে ফিওন ফ্লো হচ্ছে। এমনটা হলে বুঝতে হবে জল ডিহিউমিডিফাই হচ্ছে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব তথ্যপ্রযুক্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসি থেকে কনডেনসেশন লিক হওয়া খুব সাধারণ বিষয়। কোন ঘর ঠান্ডা করার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। এমনকি অযথা বাড়িতে মেকানিককে ডাকার প্রয়োজন নেই।

উইন্ডো এসি রিমোট দ্বারা ঠিকমত নিয়ন্ত্রণ না হলে যে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে সেগুলি হল, পাওয়ার প্লাগ ঠিকঠাক কানেক্ট করতে হবে, সার্কিট ব্রেকারের সুইচ অফ হয়েছে কিনা দেখে নিতে হবে, পাওয়ার সংক্রান্ত কোন সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখে নিতে হবে।

Advertisements