অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল, তাহলে কি এবার সিবিআই!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ ১৭ দিন পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আজই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার শারীরিক পরিস্থিতি এখনো খুব একটা ভালো নয় বলেও জানা যাচ্ছে। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার সিবিআই দপ্তরে!

Advertisements

এই বিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাকে আপাতত সিবিআই দপ্তরে গিয়ে অথবা সিবিআইয়ের মুখোমুখি হতে হবে না। রক্ষাকবচ নিয়েই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকরা তাকে পুরোপুরি বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন।

Advertisements

জানা যাচ্ছে বীরভূম জেলার এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার দুটি করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। একটিতে ৭০ শতাংশ এবং একটিতে ৬০ শতাংশ ব্লকেজ রয়েছে। আপাতত হাসপাতাল থেকে ছাড়া পেলে আগামী চার সপ্তাহ পর তাকে ফের হাসপাতালে আসতে হবে বলে জানা গিয়েছে। তার আগে মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং নামে একটি পরীক্ষা করাতে হবে।

Advertisements

জানা যাচ্ছে এই পরীক্ষা এসএসকেএম হাসপাতালে হয় না। এই পরীক্ষা করে বোঝার চেষ্টা করা হবে অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্রের রক্ত প্রবাহ কেমন রয়েছে, হৃদযন্ত্রের মাংসপেশি ঠিকঠাক কাজ করছে কিনা ইত্যাদি। মোটের উপর অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি এখন খুব একটা ভালো নেই বলেই জানা যাচ্ছে।

অনুব্রত মণ্ডলের এই শারীরিক পরিস্থিতির অবনতি শুরু হয় চলতি মাসের ৬ তারিখ। ঐদিন তার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই হাজিরা দেওয়ার পরিবর্তে হঠাৎ তিনি অসুস্থ হলে তাকে সোজা এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা, হোম যজ্ঞ করা হয়।

Advertisements