কালবৈশাখী দূরের কথা, বইবে তাপপ্রবাহ, কোথায় কখন জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের শুরু থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করলেও গত কয়েকদিন ধরে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যের প্রখর তাপে বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে কালবৈশাখী অথবা বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু সেই আশায় জল ঢালল হাওয়া অফিস।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, কালবৈশাখী তো দূরের কথা, উপরন্তু দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার উপর দিয়ে বইবে তাপপ্রবাহ। শনিবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। আর এই পূর্বাভাসে আরও অস্বস্তি বাড়তে শুরু করেছে আমজনতার জীবনে।

Advertisements

শনিবার হাওয়া অফিসের তরফ থেকে যে সকল জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে, সেই সকল জেলাগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই তিনদিন এই সকল জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪৩.৭ ডিগ্রী সেলসিয়াস। ওই দিন এই তাপমাত্রা ছিল দেশের সবচেয়ে বেশি।

Advertisements

উত্তর পশ্চিম ভারত থেকে গরম হাওয়া ঢুকছে মধ্যভারত ও পূর্ব ভারতে। বিহার, ঝাড়খন্ড হয়ে বাংলার ওপর ঢুকে পড়ছে লু। এর ফলে তাপমাত্রার পারদ তরতরিয়ে বাড়তে শুরু করেছে। হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী সপ্তাহেও এমন অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে।

দক্ষিণবঙ্গের এই তিন জেলায় তাপপ্রবাহের সর্তকতা থাকার পাশাপাশি আগামী মঙ্গলবার অথবা বুধবার তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে বীরভূমের ক্ষেত্রেও। ইতিমধ্যেই শনিবার বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪০.৪ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা রবিবার আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি আপাতত কয়েক দিন দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানানো হয়েছে।

Advertisements