নিজস্ব প্রতিবেদন : আর্থিক সঙ্কটে ভোগা ফিউচার গ্রুপের সঙ্গে গত বছর বড় অঙ্কের আর্থিক চুক্তি করেছিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কিন্তু সম্প্রতি সেই চুক্তি রিলায়েন্সের তরফ থেকে বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই চুক্তিতে মোট টাকার পরিমাণ ছিল ২৪,৭১৩ কোটি টাকা।
চুক্তি বাতিল করার কারণ হিসাবে রিলায়েন্সের তরফ থেকে জানানো হয়েছে, ঋণদাতারা রাজি না হওয়ার কারণে কিশোর বিয়ানির সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করা হচ্ছে। চুক্তির বিষয়ে রিলায়েন্স তাদের শেয়ারহোল্ডার এবং ঋণদাতাদের সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করে। সেখানে এমন মতামত উঠে এসেছে।
ফিউচার গ্রুপ আর্থিক সংকটের মধ্যে থাকাকালীন ২০২০ সালে ঘোষণা করেছিল, রিলায়েন্স রিটেল ভেনচারস লিমিটেডকে ১৯টি খুচরো, পাইকারি সহ বিভিন্ন সংস্থা বিক্রি করে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে ২৪,৭১৩ কোটি টাকার চুক্তির ঘোষণা করা হয়েছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্রুপের খুচরো ব্যবসার দেখভাল করে সেই রিলায়েন্স রিটেল ভেনচারস লিমিটেড।
অন্যদিকে ফিউচার রিটেল গ্রুপের সঙ্গে আইনি লড়াই চলছে ই-কমার্স সংস্থা অ্যামাজনের। অ্যামাজনের অভিযোগ, ফিউচার গ্রুপের সঙ্গে তাদের চুক্তি থাকায় তারা অন্য কোন সংস্থার সঙ্গে এইভাবে চুক্তি করতে পারে না। মূলত রিলায়েন্সের সঙ্গে চুক্তি করার পরিপ্রেক্ষিতেই অ্যামাজনের সঙ্গে এই বিবাদ তৈরি হয়।
এর পাশাপাশি বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ফিউচার গ্রুপের বিগ বাজারের মত রিটেল আউটলেটগুলির নাম পরিবর্তন হতে চলেছে। কারণ এই সকল রিটেল আউটলেটগুলির স্বত্ত্ব পাচ্ছে রিলায়েন্স। কিন্তু এরই মধ্যে আবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ফের এই সকল রিটেল আউটলেটগুলির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অশনি সংকেত।