LIC-র শেয়ার বিক্রির হারে সংশোধন, IPO লঞ্চ হবে এই দিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এলআইসির শেয়ার বাজারে আসা নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে কৌতূহল বজায় রয়েছে। কারণ এই শেয়ার বাজারে এলে শেয়ার বাজারের রূপ বদলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এর পাশাপাশি এই সংস্থার পলিসি হোল্ডারের শেয়ার কেনার ক্ষেত্রে বড় সুযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এই শেয়ার বাজারে আসা নিয়ে মুখিয়ে রয়েছেন অনেকেই।

Advertisements

তবে এরই মাঝে শনিবার ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের বোর্ড জানিয়ে দেয়, ৫ শতাংশের পরিবর্তে এবার সংস্থার ৩.৫ শতাংশ আইপিওর আকারে বিক্রি করা হবে। এর পাশাপাশি এই শেয়ার বিক্রির দিনক্ষণ নিয়ে তাদের তরফ থেকে জানানো হয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে তাদের এই শেয়ার বিক্রি করা হবে।

Advertisements

এলআইসির আইপিও বাজারে আসা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এমনকি এর আগেও একাধিকবার এই আইপিও বাজারে আনার নিয়ে দিনক্ষণ ঘোষণা করা হয়। তবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার কারণে বিশ্ব শেয়ার বাজারে ধস লক্ষ্য করা যায়। এরই পরিপ্রেক্ষিতে এই আইপিও বাজারে আনার দিনক্ষণ পেছানো হয়।

Advertisements

প্রাথমিকভাবে ১১ মার্চ এলআইসির আইপিও বাজারে আসা নিয়ে এক প্রকার সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে তা আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লঞ্চ হতে পারে। কারণ সেবির কাছে এখনো পর্যন্ত যেসকল নথি জমা পড়েছে তাতে ১২ মে পর্যন্ত সময় রয়েছে। এই সময়সীমা পার হয়ে গেলে নতুন করে নথি জমা করতে হবে।

অন্যদিকে এই এলআইসির আইপিও থেকে উঠে আসা অর্থ সবচেয়ে বড় অঙ্কের অর্থ হতে চলেছে। এর আগে ২০২১ সালে পেটিএম যে আইপিও এনেছিল তা থেকে উঠেছিল ১৮,৩০০ কোটি টাকা। সেই জায়গায় ২১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে বলে আশাবাদী এলআইসি কর্তৃপক্ষ।

Advertisements