নিজস্ব প্রতিবেদন : বারংবার গরু পাচার ও ভোট-পরবর্তী হিংসার মামলায় সিবিআই তলব পেয়েছেন বীরভূম জেলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে এই প্রতিটি তলব তাকে এড়িয়ে যেতে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এই সকল তলব এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। এমনকি সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ষষ্ঠ ও সপ্তম বারের এড়ান তিনি।
তবে একাধিকবার এই সকল তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে তিনি শিবিরের মুখোমুখি হতে রাজি হয়েছেন। অণ্ডকোষ, মলদ্বারে সমস্যা সহ একাধিক রোগে ভুগছেন তিনি। এই সকল রোগ নিয়েও তিনি সিবিআইয়ের মুখোমুখি হতে রাজি হয়েছেন। তবে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য তিনি শর্ত দিয়েছেন সিবিআইকে। সিবিআইকে কি কি শর্ত দিয়েছেন তা তিনি তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন।
বলা হয়েছে, বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অন্ডকোষ এবং মলদ্বারে সমস্যার কারণে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন চার মাস সম্পূর্ণ বিশ্রামের। এই সময়ের মধ্যে যদি সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে হয় তার বাড়িতে আসতে হবে অথবা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে হবে।
আইনজীবীর মাধ্যমে সিবিআইকে দেওয়া চিঠিতে অনুব্রত মণ্ডল উল্লেখ করেছেন, আগামী ২১ মে পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। এই সময়সীমার পর ছাড়া তিনি সিবিআই দপ্তরে গিয়ে সিবিআই এর মুখোমুখি হতে পারবেন না। সে ক্ষেত্রে যদি সিবিআইয়ের অত্যন্ত জরুরী থাকে তাহলে তারা অনুব্রত মণ্ডলের বাড়ি এসে অথবা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
গত সপ্তাহের শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর শনিবার বৈকাল সাড়ে পাঁচটার মধ্যে গরু পাচার কাণ্ডে এবং রবিবার সকাল ১১ টার মধ্যে ভোট-পরবর্তী হিংসার মামলায় সিবিআই দপ্তরে হাজির থাকার জন্য তলব করা হয় অনুব্রত মণ্ডলকে। কিন্তু এই তলব তিনি আগের মতই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে যান।