এক্কেবারে ডিজে, মুক্তি পেল ভুবন বাদ্যকর ও হিরো আলমের নতুন গান

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যে সকল ব্যক্তিরা আলোচনার কেন্দ্রবিন্দু তাদের মধ্যে অন্যতম হলেন ভুবন বাদ্যকর। আবার একই রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চার পাত্র হিসাবে পরিগণিত বাংলাদেশের হিরো আলম। এবার এই জুটির নতুন একটি গান মুক্তি পেল।

Advertisements

এই গান রেকর্ডিং করার জন্য দিন কয়েক আগেই বাংলাদেশ থেকে কলকাতায় ছুটে এসেছিলেন হিরো আলম। তারপর কলকাতার একটি স্টুডিওতে হিরো আলম এবং ভুবন বাদ্যকর জুটি বেঁধে দুটি গান রেকর্ডিং করেন। সেই দুটি গান রেকর্ডিং করার ভিডিও আগেই নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন হিরো আলম। তবে এবার এই গানের ভিডিও মুক্তি পেল হিরো আলমের ইউটিউব চ্যানেলে।

Advertisements

হিরো আলম এবং ভুবন বাদ্যকরের ডুয়েট নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই তাদের গানের এই ভিডিও কয়েক লক্ষ দর্শক দেখে ফেলেছেন। গানটি এমনভাবে মিউজিক দিয়ে সাজানো গোছানো করা হয়েছে যা একেবারে ডিজে গানের মতো করে তোলা হয়েছে।

Advertisements

ভুবন বাদ্যকর এবং হিরো আলমের এইযে ডুয়েট গানটি রিলিজ হয়েছে সেই গানটি হল, বাবু খাইছো কাঁচা বাদাম। যে গানটি শুরু হচ্ছে ‘আমি বাংলাদেশি বয়, তুমি ইন্ডিয়ান ম্যান’ দিয়ে। ভারত এবং বাংলাদেশের জুটি এখন বিশ্ব মাতাচ্ছে এমনটাই দাবি করা হয়েছে এই গানে।

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ার পর হিরো আলমকে এইভাবে ভুবন বাদ্যকরের সঙ্গে জুটি বেঁধে গান রেকর্ডিং করতে লক্ষ্য করা যায়। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানটি লিখেছেন সমীর সান্যাল, সুরকার নিপাংশু শেখর।

Advertisements