অবশেষে বৃষ্টির ইঙ্গিত, কবে থেকে জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মাত্র কয়েকটি জেলা বাদে রাজ্যের অধিকাংশ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি অথবা পার করেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে দাঁড়িয়েছে। দিনের বেলায় বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে পড়েছে।

Advertisements

নত গত কয়েকদিন ধরে বৃষ্টির দেখা না মেলা এবং কালবৈশাখীর কোন বিন্দুমাত্র চিহ্ন না থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে এই আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে।

Advertisements

অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, বৃহস্পতিবারও তাপপ্রবাহ বজায় থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার পর শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisements

শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে সেই সকল জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে। তবে এই বৃষ্টির পরিমাণ খুব হালকা থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ রাজ্যের আরও বেশকিছু জেলায়।

বর্তমান এই পরিস্থিতির দিকে তাকিয়ে চিকিৎসকেরা সবসময় সর্তকতা অবলম্বন করে পা রাখার পরামর্শ দিচ্ছেন। শিশুদের ক্ষেত্রেও আলাদা ভাবে সর্তকতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই পরিস্থিতির দিকে তাকিয়ে আগামী ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে।

Advertisements