নিজস্ব প্রতিবেদন : গরম যে মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি প্রতিটি জেলায় গত কয়েকদিন ধরে বইছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে মানুষ এখন বাঁচার রসদ খুঁজছেন।
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার বর্তমান সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। কোন কোন জেলায় তো আবার এই তাপমাত্রা ৪৪ ডিগ্রি পার করেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের বেশকিছু রাজ্য স্থান বিশেষে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গরম এতটাই বেড়েছে যে রাস্তাঘাটে যেন খাবার রেখে দিলেই তা রান্না হয়ে যাবে। ঠিক তেমনটাই প্রমাণ করলেন এক গৃহবধূ।
উড়িষ্যার সোনেপুরের এক গৃহবধূ এই গরমে অনায়াসে গাড়ির বনেট অথবা অন্য কোন কিছুর ওপর রুটি তৈরি করে নেওয়া যেতে পারে তা প্রমাণ করেছেন। ওই গৃহবধূর এমন কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।
টুইটারে এই ভিডিওটি আপলোড করেছেন নীলমাধব পান্ডা নামে এক ব্যক্তি। তিনি সেই ভিডিওটি আপলোড করার পাশাপাশি লিখেছেন, ‘আমার শহর সোনাপুরের দৃশ্য। এত গরম যে গাড়ির বনেটেও রুটি তৈরি হয়ে যাবে।’
Scenes from my town Sonepur. It’s so hot that one can make roti on the car Bonnet ? @NEWS7Odia #heatwaveinindia #Heatwave #Odisha pic.twitter.com/E2nwUwJ1Ub
— NILAMADHAB PANDA ନୀଳମାଧବ ପଣ୍ଡା (@nilamadhabpanda) April 25, 2022
সত্যি বলতে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী রাজ্যগুলিতর বেশকিছু জেলায় এমনভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে যা সত্যিই অসহ্য। পাশাপাশি এই অসহ্য তাপমাত্রায় তেতে উঠছে সবকিছু। যেন প্রতিটি জিনিস গরম কড়াই হয়ে পড়েছে। যে কারণে গাড়ির বনেটের উপর এই ভাবে রুটি তৈরি করার বিষয়টি আর আশ্চর্যের কিছু থাকছে না।