OTT প্ল্যাটফর্মে নেটফ্লিক্স, অ্যামাজনকে টেক্কা দিতে বাজারে আসছেন আম্বানি, আদানি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের তরফ থেকে বিশ্বের সেরা ধনীদের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে লক্ষ্য করা গিয়েছে, আদানি গ্রুপের গৌতম আদানি বিশ্ব তালিকায় পাঁচ নম্বরে ওঠে এসেছেন। গত কয়েক মাসে বিপুল পরিমাণে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তার। ব্যবসা ও সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি এই আদানি গ্রুপ এবার আসতে চলেছে মিডিয়া জগতে।

Advertisements

নেটফ্লিক্স, অ্যামাজনের মত OTT প্ল্যাটফর্মকে টেক্কা দিতে এবার আদানি গ্রুপের পাশাপাশি বাজারে আসছে আম্বানির রিলায়েন্সও। আদানি গ্রুপের একটি অংশ আদানি এন্টারপ্রাইজ লিমিটেড AMG মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে মিডিয়া জগতে প্রবেশ করেছে। খুব শীঘ্র তারা মিডিয়া সংক্রান্ত কাজ শুরু করবে।

Advertisements

এর পাশাপাশি জেমস মারডকের বোধি ট্রি সিস্টেমস, স্টার এবং ডিজনি ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান উদয় শঙ্কর Viacom18-এ বিনিয়োগের ঘোষণা করেছেন৷ রিলায়েন্সের সঙ্গে ত্রিপাক্ষিক অংশীদারিত্বের অধীনে এমন বিনিয়োগ করা হচ্ছে। এর ফলে এটি দেশের বৃহত্তম টিভি এবং ডিজিটাল স্ট্রিমিং কোম্পানি হিসেবে নিজেদের অস্তিত্ব সৃষ্টি করবে।

Advertisements

১৬৪৫ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এই ক্ষেত্রে। এই বিনিয়োগ করা হচ্ছে রিলায়েন্স প্রজেক্টস অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনে। এর পাশাপাশি JioCinema OTT অ্যাপ Viacom18-এ স্থানান্তরিত হবে। রিলায়েন্স প্রজেক্টস অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড টেলিভিশন, ওটিটি, ডিস্ট্রিবিউশন, কনটেন্ট তৈরি এবং প্রোগ্রাম উৎপাদনের ক্ষেত্রে কাজ করে।

মিডিয়া জগতে একসঙ্গে আম্বানির নতুন করে বিনিয়োগ এবং আদানির প্রবেশ নতুন প্রতিযোগিতা শুরু করবে মিডিয়া জগতে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও এই জগতে ইতিমধ্যেই নেটফ্লিক্স, অ্যামাজনের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই তাদের উপস্থিতি বজায় রেখেছে। তবে আদানি, আম্বানির এইভাবে প্রবেশের পর বাজার ধরতে তারা কি পরিকল্পনা নেন সেটাই এখন দেখার।

Advertisements