নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে রাজনৈতিক পরামর্শদাতা বা ভোটকৌশলী হিসাবে সবার মুখে মুখে যার নাম তিনি হলেন প্রশান্ত কিশোর বা PK। তবে শুধু প্রশান্ত কিশোর এমন পেশার সঙ্গে যুক্ত এমনটা নয়। এমন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন আরও অনেকেই। ঠিক সেই রকমই আরেকজন হলেন SK।
সবচেয়ে বড় বিষয় হলো PK এবং SK এক সময় এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন। তবে সেই সময় অনেক দিন আগে অতিবাহিত হয়েছে। এরপর যখন তাদের নতুন করে একসঙ্গে লক্ষ্য করা যায় তখন তারা দুজনের একে-অপরের প্রতিদ্বন্দ্বি। এই সকল বিষয় জানার পর স্বাভাবিকভাবেই কৌতুহল তৈরি হচ্ছে এই SK কে?
SK-ও একজন ভোট কুশলী। তার পুরো নাম সুনীল কানুগোলু। তবে তাকে কখনোই প্রচারে লক্ষ্য করা যায় না। বরং তিনি তার কাজ তুখোড় ভাবে এগিয়ে নিয়ে চললেও দিন দিন অন্তরালে চলে গিয়েছেন। SK-এর কাজের সবচেয়ে বড় সফলতা সম্পর্কে জানা যায়, ২০১৭ সালের বিধানসভা নির্বাচন।
এই নির্বাচনে তিনি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে সরকারে নিয়ে আসেন। অন্যদিকে এই নির্বাচনে গোহারা কংগ্রেসের পরামর্শদাতা ছিলেন প্রশান্ত কিশোর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই নির্বাচনে বিজেপির কাছে কংগ্রেসের হারার চেয়ে উল্লেখযোগ্য হলো সুনীলের কাছে প্রশান্তের হার। তবে এতদিন অন্তরালে থাকলেও সম্প্রতি তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে। এই টানাপোড়েনের মধ্যেই সুনীল কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছেন কর্ণাটক ও তেলেঙ্গানায়।
সুনীল কানুগোলু কর্নাটকের বেলারি জেলায় জন্মগ্রহণ করেছেন। পড়াশোনা সেখানেই। এরপর তিনি চেন্নাইয়ের অন্না বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। এরপর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট অফ টেকনোলজিতে স্নাতকোত্তর। তার বর্তমান বয়স ৪০ বছর। তার বায়োডাটা থেকে এই টুকুই জানা যায়। এর বাইরে না আছে তার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট, না আছে তার কাজের মিডিয়া পার্সন অথবা প্রচার। এমনকি তাঁর ছবি পাওয়া মুশকিল। তবে এই অন্তরালের থেকেই তিনি অন্ততপক্ষে ১২ জন মুখ্যমন্ত্রীর কাজ করে ফেলেছেন বলে জানা যায়।