নতুন রাজনৈতিক দল! জল্পনা প্রশান্ত কিশোরের মন্তব্যে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জাতীয় রাজনীতিতে গত কয়েকদিন ধরেই প্রশান্ত কিশোরকে নিয়ে চলছে নানান জল্পনা। তখনই শোনা যায় তিনি কংগ্রেসে যোগ দিতে চলেছেন। সমস্ত কিছু একেবারে পাকা। আবার তখনই শোনা যায় চুক্তি না হওয়ায় কংগ্রেসে যোগ দিচ্ছেন না। আবার পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল জানায়, প্রশান্ত কিশোর তাদের সঙ্গেই রয়েছেন।

Advertisements

তবে এসবের মাঝেই প্রশান্ত কিশোরকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হলো জাতীয় রাজনীতিতে। এবার নতুন সফর শুরুর ইঙ্গিত দিলেন প্রশান্ত কিশোর। আর এই ইঙ্গিত ঘিরেই তৈরি হয়েছে নানান জল্পনা। জল্পনা তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে। ঠিক কি ইঙ্গিত দিলেন প্রশান্ত কিশোর?

Advertisements

ভোটকুশলী প্রশান্ত কিশোর সোমবার একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, “গণতন্ত্রে অর্থপূর্ণভাবে অংশ নেওয়ার ও জনতার পক্ষে নীতি গঠনে সাহায্যের জন্য ১০ বছর ধরে অন্বেষণ করলাম। এখন রিয়েল মাস্টার হওয়ার সময় এসেছে। ইস্যুগুলো আরও ভালো করে বুঝতে মানুষের কাছে যাওয়ার সময় এসেছে। জন সূরয-পিপলস গুড গভর্ন্যান্স”।

Advertisements

এর পাশাপাশি তিনি নিজের এই টুইটে সবচেয়ে উল্লেখযোগ্য ভাবে লিখেছেন, ‘শুরুয়াত বিহার সে’। অর্থাৎ পথ চলা হবে বিহার থেকেই। প্রশান্ত কিশোরের এই সকল ইঙ্গিতপূর্ণ কথাগুলি এখন নতুন করে জাতীয় রাজনীতিতে জল্পনা যুগিয়েছে। প্রশ্ন উঠছে তাহলে কি তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন? তাকে কি ফের সরাসরি রাজনৈতিক আঙিনায় লক্ষ্য করা যাবে?

প্রসঙ্গত, প্রশান্ত কিশোর এর আগে নীতীশ কুমারের দল জেডিইউ-এর গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি ছিলেন দলের সহ-সভাপতি। কিন্তু পরবর্তীতে বনিবনা না হওয়ার কারণে নীতীশ কুমারের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে। এর পরেই নীতীশ কুমারের জেডিইউ দল ত্যাগ করেন প্রশান্ত কিশোর। পরবর্তীতে তিনি পশ্চিমবঙ্গের শাসকদের তৃণমূলের ভোটকুশলী হিসেবে কাজ শুরু করেন এবং বড় সফলতা পান।

Advertisements