পর ভরসা বাতিল, বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ভারতীয় রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরে ভারতের রেল পরিষেবাকে সাজিয়ে তোলার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সকল উদ্যোগ নেওয়া হচ্ছে মূলত যাত্রী স্বাচ্ছন্দ এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে। এর পাশাপাশি পরিষেবাকে আরও উন্নত করে তোলার জন্য নানান উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisements

রেল পরিষেবাকে উন্নত করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প বন্দে ভারত এক্সপ্রেস দেশের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার ঘোষণা হয় ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে। সেই কাজই এখন চলছে দ্রুত গতিতে। তবে সম্প্রতি এই বন্দে ভারত এক্সপ্রেস এর ট্রেনের চাকা তৈরি করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ ইউক্রেনের একটি সংস্থাকে এই চাকা তৈরি এবং তা সরবরাহ করার বরাত দেওয়া হয়েছিল। বরাত অনুযায়ী কিছু চাকা আসতে চলেছে, তবে পরবর্তী ক্ষেত্রে উৎপাদন নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন্দ্রকে। এরই পরিপ্রেক্ষিতে এবার নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্র।

Advertisements

এবার এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাকা ভারতেই তৈরি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় এই চাকা তৈরি হবে বলে জানা যাচ্ছে। এখানেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাকা তৈরি করার জন্য কারখানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

এই কারখানাটি আগে বিদেশ থেকে আমদানি করা চাকার অ্যাক্সেল তৈরি করত। যে কারণে এই সংস্থার তরফ থেকে চাকা তৈরি করার ক্ষেত্রে খুব একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। মোটামুটি চাকা তৈরি করার জন্য অনুকূল পরিবেশ রয়েছে এখানে। এছাড়াও রয়েছে অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিক ইত্যাদি।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাকা তৈরি করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় ইউক্রেনের সংস্থাটি। এই পরিস্থিতিতে ভারত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাকা তৈরি করার বিষয়ে স্বাবলম্বী হতে চলেছে।

Advertisements