রেপো রেট বাড়তেই লোনের সুদের হার বাড়িয়ে দিল এই সকল ব্যাঙ্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করা হয়। এর ফলে কেন্দ্রীয় ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেওয়ার ক্ষেত্রে সুদের হার বেড়ে যায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ঘোষণার পরেই একাধিক ব্যাঙ্ক তাদের লোনের উপর সুদের হার বৃদ্ধি করেছে। সুদের হার বৃদ্ধি করার ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, নতুন এই সুদের হার খুব তাড়াতাড়ি কার্যকর হবে।

Advertisements

ইন্ডিয়ান ব্যাঙ্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট বৃদ্ধি করার পর সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। আগে তাদের লোনের উপর সুদের হার ছিল ৪ শতাংশ। এখন সেই সুদের হার বৃদ্ধি করে করা হচ্ছে ৪.৪ শতাংশ। নতুন গ্রাহকদের জন্য ৯ মে অর্থাৎ সোমবার থেকে এই নতুন সুদের হার কার্যকর হচ্ছে এবং পুরাতন ঋণগ্রহীতাদের ১ জুন থেকে এই নতুন সুদের হার কার্যকর হবে।

Advertisements

এইচডিএফসি ব্যাঙ্ক : সোমবার থেকে এই ব্যাঙ্কের ঋণ গ্রহীতাদের জন্য নতুন সুদের হার কার্যকর হচ্ছে। ০.৩ শতাংশ সুদের হার বৃদ্ধি করা হয়েছে। সুদের হার বৃদ্ধি করার পর নতুন সুদের হার হচ্ছে ৭ শতাংশ।

Advertisements

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক : রেপো রেট বৃদ্ধি করার পর এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক .৪০ শতাংশ সুদের হার বৃদ্ধি করছে। পাশাপাশি গত শনিবার থেকে টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার .৬০% বৃদ্ধি করা হয়েছে। ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পাবে ১ জুন থেকে।

এর পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্ক ৪ মে থেকে সুদের হার ৮.১ শতাংশ করেছে। ব্যাঙ্ক অফ বরোদা গত ৫ মে থেকে সুদের হার বৃদ্ধি করে করেছে ৬.৯ শতাংশ। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে।

Advertisements