নিজস্ব প্রতিবেদন : আমজনতার জীবনে নানান চাহিদা রয়েছে। চাহিদা ছাড়াও রয়েছে প্রয়োজন। এই সকল চাহিদা এবং প্রয়োজন মেটাতে গিয়ে বহু মানুষ আর্থিক সমস্যার সম্মুখীন হন। সেই আর্থিক সমস্যা দূর করতে অধিকাংশ মানুষকেই ব্যাঙ্ক লোনের দিকে ঝুঁকতে দেখা যায়। এবার এই ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের সুখবর দিল।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের বেশ কিছু লোনের ক্ষেত্রে আলাদা সুবিধা দেওয়ার ঘোষণা করেছে। পাশাপাশি সহজ শর্তে যাতে গ্রাহকরা সহজে লোন পান তার ব্যবস্থাও করেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক। যেমন ‘এসবিআই গ্রিন কার স্কিম’। এতে গ্রাহকরা লোন নিলে সে ক্ষেত্রে তাদের অন্যান্যদের তুলনায় ২০ বেসিস পয়েন্ট কম সুদ গুনতে হয়। এছাড়াও লাগে না প্রসেসিং ফি এবং লম্বা সময় ধরে সেই লোন শোধ করার সুযোগ রয়েছে।
পড়ুয়াদের জন্য বিশেষ লোনের ব্যবস্থা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক্ষেত্রে পড়ুয়ারা তাদের পড়াশোনা চালানোর জন্য কোলেটারাল-ফ্রি হিসাবে যে কোন পরিবার ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারবে। আরও বেশি লোনের জন্য স্কলার লোন নিতে পারেন ৪০ লক্ষ টাকা পর্যন্ত। যদিও এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংক্রান্ত বেশ কিছু শর্ত রয়েছে।
হোম লোনের ক্ষেত্রেও একাধিক বন্দোবস্ত এনেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক। প্লট কেনার জন্য রয়েছে ‘এসবিআই রিয়েলটি’, স্বল্প ইএমআই পেমেন্টের জন্য রয়েছে ‘ফ্লেক্সি পে হোম লোন’, এছাড়াও ‘প্রিভিলেজ’, যা সরকারি কর্মীদের জন্য এবং ‘শৌর্য্য’, যা ডিফেন্স পার্সোনেলদের জন্য।
এমন ধরনের নানান সুবিধা দেওয়ার জন্য গ্রাহকদের কাছে দরজা খুলে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সকল বিভিন্ন ক্ষেত্রে সহজে লোন পাওয়ার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য YONO অ্যাপের মাধ্যমেও আবেদন করা যেতে পারে। এই YONO অ্যাপের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে বাড়তি সুবিধাও দেওয়া হচ্ছে।