ডেবিট কার্ড ব্যবহার করার সময় মানতে হবে এই ৭ নিয়ম, নইলেই গায়েব

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন বেড়ে চলেছে ঝড়ের গতিতে। এই ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ায় এখন বাজার ঘাটে গিয়ে হাতে নগদ না থাকলেও কোন সমস্যা হয় না। ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকলেই কেল্লাফতে।

Advertisements

তবে এই ডিজিটাল মাধ্যমের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নেতিবাচক বেশকিছু দিকও বেড়ে চলেছে সমান তালে। এই নেতিবাচক দিকের সঙ্গে যারা জড়িত তারা কেবলমাত্র ব্যবহারকারীদের একটি ভুলের দিকে নজর রাখেন। ব্যবহারকারীরা সেই ভুল করলেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা। যে কারণে ডেবিট কার্ড হোক অথবা ক্রেডিট কার্ড, ব্যবহার করার সময় মেনে চলতে হবে এই ৭ নিয়ম।

Advertisements

১) এটিএম থেকে টাকা তোলার সময় অথবা কোন লেনদেনের সময় ভালো করে দেখে নিতে হবে কেউ আপনার ওপর নজর রাখছে না তো!

Advertisements

২) এটিএম কাউন্টার হোক অথবা কোন দোকানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড দেওয়ার সময় যতটা সম্ভব আড়াল করতে হবে।

৩) কোন ই-কমার্স ওয়েবসাইটে কোন কিছু কেনাকাটা অথবা অন্য কোনো কারণে লেনদেনের সময় সেই ওয়েবসাইট ভালো করে যাচাই করে নিতে হবে।

৪) অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে ডেবিট কার্ড ব্যবহার করার পর তা নিষ্ক্রিয় করে রেখে দিন।

৫) কার্ড সোয়াপ, অনলাইন পেমেন্ট ইত্যাদির ক্ষেত্রে উর্ধ্বসীমা বেছে রাখুন। এই ব্যবস্থা করা যায় নেট ব্যাংকিং-এর মাধ্যমে। প্রয়োজন মতো তা বাড়ানো অথবা কমানো যায়।

৬) কার্ড সংক্রান্ত কোনো রকম তথ্য মোবাইল অথবা কম্পিউটারে সংরক্ষণ করে রাখবেন না।

৭) নিয়মিত ব্যালেন্স চেক করুন এবং নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

Advertisements