৮৭ বছরে দশম ও দ্বাদশ শ্রেণী পাশ, নজির গড়লেন দেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বয়স কেবলমাত্র সংখ্যা। একাধিকবার বিভিন্ন ব্যক্তিদের তা প্রমাণ করতে দেখা গিয়েছে। ঠিক একইভাবে বয়স যে কেবলমাত্র সংখ্যাটা প্রমাণ করলেন দেশের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি এমনটা প্রমাণ করেছেন ৮৭ বছর বয়সে দশম ও দ্বাদশ শ্রেণী পাস করে।

Advertisements

৮৭ বছর বয়সে দশম এবং দ্বাদশ শ্রেণি পাশ করে এমন নজির গড়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা। এই বৃদ্ধ বয়সে তার এমন সাফল্য স্বাভাবিকভাবেই চমকে দিয়েছে সকলকে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী ফের প্রমাণ করলেন বয়স কেবল মাত্র সংখ্যা।

Advertisements

সোমবার ছিল মহারানা প্রতাপের ৪২৮ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তিনি ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। সেই অনুষ্ঠান মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে হরিয়ানা এডুকেশন বোর্ডের প্রতিনিধিরা তুলে দেন দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার মার্কশিট।

Advertisements

পরীক্ষার ফলাফল সম্পর্কে জানা গিয়েছে, হরিয়ানার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায় ১০০ নম্বরে ৮৮ পেয়েছেন। তিনি এই পরীক্ষা দিয়েছিলেন গত বছর। এর পাশাপাশি ওই বছরই তিনি একটি ওপেন বোর্ডের অধীনে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেন। এই দুটি পরীক্ষাতেই তিনি পাস করেন।

আসলে হরিয়ানার ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী এর আগে যখন দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন তখন ইংরেজিতে পাস করতে পারেননি। যে কারণে তার দশম শ্রেণীর মার্কশিট দেওয়া হয়নি। পুনরায় পরীক্ষা দিয়ে দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায় পাশ করেন। এরপর একই সঙ্গে দুটি পরীক্ষার মার্কশীট তার হাতে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগে যখন তিনি পরীক্ষা দিতে গিয়েছিলেন তখন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করেন। কিন্তু সেই সময় তিনি কোন প্রশ্নের উত্তর দেননি। জানিয়েছিলেন, তিনি যেহেতু একজন ছাত্র তাই কোন উত্তর দিতে পারবেন না। এমনকি সেই সময় রাজনীতি নিয়েও কোন প্রশ্নের উত্তর দেননি তিনি। পরে দেখা যায় পরীক্ষা হলে বুঁদ হয়ে পরীক্ষা দিচ্ছেন ওম প্রকাশ চৌটালা।

Advertisements