বুকের ব্যথায় জর্জরিত, ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গত কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় জর্জরিত। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি থাকার পর ছুটি পেলেও ফের বুকের ব্যথায় জর্জরিত হয়েছেন তিনি। আর এর জেরে তাকে আবার আসতে হলো হাসপাতালে।

Advertisements

জানা যাচ্ছে, বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার বুধবার গভীর রাত থেকে ফের বুকের ব্যথা শুরু হয়। এরপর রাতেই চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার সকালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সেই সকল রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisements

রাতভর বুকে যন্ত্রণার কারণে তার হার্টে কোন ব্লকেজ রয়েছে কিনা তা ভাবাচ্ছে চিকিৎসকদের। এর পাশাপাশি তার মধুমেয়, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যা নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকেরা। যদিও এই তৃণমূল নেতাকে এখনই হাসপাতলে ভর্তি করা হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হয়নি। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Advertisements

অনুব্রত মণ্ডল গত মাসের ৬ তারিখ যখন সিবিআই দপ্তরে হাজিরা দিতে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং এসএসকেএম হাসপাতালে উডর্বান ওয়ার্ডে ভর্তি হন। তারপর টানা ১৭ দিন হাসপাতালে থাকেন এবং পরে হাসপাতাল থেকে ছুটি পান। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে নতুন করে তলব করে সিবিআই। তবে সেই তলবের পরিপ্রেক্ষিতে তিনি সিবিআইয়ের কাছে চার সপ্তাহের সময় নিয়ে নেন।

এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডল কলকাতাতেই রয়েছেন নিজের চিনার পার্ক ফ্ল্যাটে। তবে এরই মাঝে হঠাৎ বুধবার রাতে এমন অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে বৃহস্পতিবার সকালে হাসপাতলে আনতে হয়।

Advertisements