Fixed Deposit-এ দারুণ সুদ দিচ্ছে এই ৪টি ব্যাঙ্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক মানুষই চান তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে। কোন কোন ক্ষেত্রে এই ইচ্ছে থাকলেও তা করতে পারা যায় না। তবে কষ্ট করে জীবনযাপন করার সঙ্গে সঙ্গে সঞ্চয় করার চেষ্টাও থাকে সমান তালে। আবার এই সঞ্চয় করার ক্ষেত্রে প্রত্যেকেই চান তারা যেন বেশি সুদ পান।

Advertisements

নিজেদের সঞ্চয়ে বেশি সুদ পাওয়ার জন্য অধিকাংশ মানুষ ফিক্সড ডিপোজিট অথবা এই ধরনের কোন ডিপোজিট পছন্দ করে থাকেন। কারণ প্রত্যেকেই জানেন এই সকল আমানতের ক্ষেত্রে সুদ বেশি পাওয়া যায়। যদিও বর্তমানে এই সকল ক্ষেত্রে সুদ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে অনেক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করেছে।

Advertisements

তবে এমন কিছু ব্যাঙ্ক রয়েছে যারা এই রেপো রেট বৃদ্ধি করা অথবা কমানোর দিকে অতোটা নজর দেয় না। এইসকল ব্যাঙ্কগুলি বছরের অধিকাংশ সময় ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার অন্যান্য ব্যাঙ্কের তুলনায় বেশি দিয়ে থাকে। এইসকল ব্যাঙ্কগুলির জনপ্রিয়তাও ভারতের বাজারে বিপুল।

Advertisements

RBL Bank : এই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের উপর ৬.২৫ শতাংশ সুদ দিচ্ছে। এই সুবিধা নিতে হলে গ্রাহকদের ১২ থেকে ২৪ মাসের জন্য স্থায়ী আমানতে টাকা জমা রাখতে হবে।

Indusind Bank : ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। এই পরিমাণ সুদ পাওয়ার জন্য এই ব্যাঙ্কের গ্রাহকদের ১২ মাসের উপরে ফিক্সড ডিপোজিট করতে হবে। এছাড়াও যদি কোনো গ্রাহক এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে তিনি ৬ শতাংশ সুদ পাবেন।

Bandhan Bank : ১ বছর থেকে ১ বছর ৬ মাসের জন্য এই ব্যাঙ্কে যে সকল গ্রাহকরা ফিক্সড ডিপোজিট করবেন তারা ৫.৭৫ শতাংশ সুদ পাবেন।

IDFC first Bank : এই ব্যাঙ্কের যে সকল গ্রাহকরা ১ বছর থেকে ২ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করবেন তারা ৫.৭৫ শতাংশ সুদ পাবেন।

Advertisements