সিবিআইয়ের সঙ্গে দেখা করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অনুব্রত, নিজেই লিখলেন চিঠি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে শাসক দলের নেতা মন্ত্রীদের সাঁড়াশির মতো চেপে ধরেছে সিবিআই। একের পর এক নেতা মন্ত্রীদের দুর্নীতিতে নাম জড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শুরু হয়েছে সিবিআই তলব। অনেকেই সেই তলব এড়িয়ে যাচ্ছেন, আবার অনেকেই আদালতের নির্দেশে হাজিরা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে সিবিআইয়ের তলব নিয়ে নতুন করে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এমনকি তার নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি খোদ সিবিআইকে চিঠি দিলেন।

Advertisements

একের পর এক মামলায় সিবিআই তলব পাওয়ার পাশাপাশি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে সেই সকল তলব এড়িয়ে যেতে দেখা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। শেষবার এপ্রিল মাসের ৬ তারিখ গরু পাচার কাণ্ডে নিজাম প্ল্যালেসে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকেই তাকে সোজা নিয়ে গিয়ে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে। তবে এবার অনুব্রত মণ্ডল সিবিআইয়ের মুখোমুখি হওয়া নিয়ে সুর বদল করলেন।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা এবার সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত। এমনকি সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দিতে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে নিজেই সিবিআইকে চিঠি লিখেছেন। এমনকি অনুব্রত মণ্ডলের সেই চিঠির পরিপ্রেক্ষিতে সিবিআই অনুব্রত মণ্ডলের আবেদন মঞ্জুর করেছেন বলেও জানা যাচ্ছে।

Advertisements

সূত্র মারফত সিবিআই দপ্তরে অনুব্রত মণ্ডলের হাজিরা নিয়ে যা জানা যাচ্ছে তাতে হয়তো বৃহস্পতিবার সকাল ১০ টাতেই তিনি পৌঁছে যেতে পারেন নিজাম প্ল্যালেসে। অন্যদিকে এর আগে একাধিকবার তাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হলেও তিনি সেই সকল তলব এড়িয়ে যান। তবে এবার নিজে থেকে হাজিরা দেওয়ার জন্য রাজি হওয়ায় তা বেশ তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, একাধিকবার বিভিন্ন কারণে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সিবিআই তলব এড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শারীরিক অসুস্থতার কারণ দেখালেও তার হাজিরা নিয়ে ২১ মে পর্যন্ত অন্তিম সময়সীমা বেঁধে দিয়েছিল সিবিআই। যদিও এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার আগেই অনুব্রত মণ্ডল রাজি হলেন সিবিআইয়ের মুখোমুখি হতে।

Advertisements