৩৬টি প্রশ্নের মুখোমুখি অনুব্রত, নিজাম প্যালেস থেকেই বেরিয়েই এসএসকেএম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা একাধিকবার সিবিআই তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার সিবিআইয়ের মুখোমুখি হন। সিবিআইয়ের মুখোমুখি হতেই তাকে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর নিজাম প্যালেস থেকে বেরিয়েই ফের তাকে এসএসকেএম হাসপাতালে যেতে দেখা যায়।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, বীরভূমের এই দাপুটে নেতাকে এদিন দফায় দফায় চার ঘণ্টা ধরে জেরা করে সিবিআই। তিন দফায় মোট ৩৬টি প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। আর এই ৩৬টি প্রশ্নের মুখোমুখি হয়ে নিজাম প্যালেস থেকে বেরিয়েই সোজা চলে যান এসএসকেএম হাসপাতাল। যে সকল প্রশ্ন করা হয় তার মধ্যে সূত্র মারফত যা যা জানা গিয়েছে।

Advertisements

অনুব্রত মণ্ডল কি এনামুল হককে চেনেন? এনামুল হক হলেন গরু পাচার কাণ্ডের মাথা। এনামুল হকের বয়ান সিবিআইয়ের অন্যতম হাতিয়ার। সূত্র মারফত জানা যাচ্ছে, এনামুল হকই নাকি অনুব্রত মণ্ডলকে গরু পাচার সূত্রে চেনেন। সিবিআইকে এমনই বয়ান দিয়েছেন এনামুল। এনামুল দাবি করেছিলেন, বীরভূম হয়েই গরু পাচার হত।

Advertisements

এছাড়াও যে সকল প্রশ্ন করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেগুলি হল, আপনার জেলা হয়ে গরু পাচার হয়ে থাকে, আপনি কি তা জানেন? আপনি কি পুলিশকে জানিয়ে ছিলেন? কোনো ব্যবস্থা গ্রহণ করেছিলেন? গরু পাচারের সঙ্গে জড়িত টোকেন সম্পর্কে আপনার কি কিছু জানা আছে?

এই সকল একাধিক প্রশ্নের মুখোমুখি হওয়ার পর বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা চলে যান এসএসকেএম হাসপাতাল। জানা যাচ্ছে তিনি সেখানে তার রুটিন চেকআপ রয়েছে।

Advertisements