অবাক করা দামে নতুন বাড়ি কিনলেন সৌরভ, কলকাতায় হচ্ছে তার নতুন ঠিকানা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে তালিকায় যার নাম উঠে আসে তিনি হলেন সৌরভ গাঙ্গুলী। ভারতের এই প্রাক্তন অধিনায়ক বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট। তার আমলে একাধিক রদবদল দেখা গিয়েছে এই পরিকাঠামোয়। অন্যদিকে এসবের মাঝেই এবার নিজের বাড়ি বদল করতে চলেছেন সৌরভ গাঙ্গুলী।

Advertisements

সৌরভ গাঙ্গুলির নতুন ঠিকানা হচ্ছে কলকাতার মিন্টো পার্কের কাছে একটি জায়গায়। সৌরভ গাঙ্গুলী নিজেই একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার ঠিকানা পরিবর্তনের বিষয়ে। এই ঠিকানা পরিবর্তনের ফলে সৌরভ গাঙ্গুলী মানেই আর বেহালার বীরেন রায় রোডের ‘মা মঙ্গলচণ্ডী ভবন’ থাকবে না।

Advertisements

জানা যাচ্ছে সৌরভ গাঙ্গুলী কলকাতার মিন্টো পার্কের কাছে নিজাম প্যালেসের সন্নিকটে একটি দ্বিতল বাড়ি কিনেছেন। ২৩.৬ কাঠার উপর এই বাড়িটি তিনি কিনেছেন ৪০ কোটি টাকা দিয়ে। তবে এই বাড়িটি সৌরভ গঙ্গোপাধ্যায় ভেঙ্গে নিজের মনমতো বাড়ি তৈরি করবেন বলেই জানা যাচ্ছে।

Advertisements

রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা অবশ্য বিল্ডিং না বানিয়ে বাংলো বানানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু কেন হঠাৎ এমন জায়গায় সৌরভ গাঙ্গুলী বাড়ি কিনলেন? এর কারণ হিসেবে জানা যাচ্ছে যে জায়গায় তিনি বাড়িটি কিনেছেন সেই জায়গাটি কলকাতার মধ্যে অবস্থিত হলেও রাস্তার একেবারে শেষ প্রান্তে। হলে কিছুটা হলেও কোলাহলমুক্ত থাকতে পারবেন তারা।

নতুন এই বাড়ি কেনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তাহলে কি সৌরভ এবং তার পরিবার বেহালা ছেড়ে চলে আসবেন লোয়ার লাওডন স্ট্রিটে? এ বিষয়ে অবশ্য জানা যাচ্ছে, বেহালা একেবারেই ছেড়ে দিচ্ছেন না তারা। সপ্তাহে দিনগুলি ভাগ ভাগ করে দুই জায়গাতেই থাকবেন। এই বিষয়ে একটি ইংরেজী সংবাদ মাধ্যমকে সৌরভ জানিয়েছেন, ‘নিজের বাড়ি কিনতে পারাটা দারুণ অনুভূতি। এটাই চেয়েছিলাম। তাছাড়া শহরের মাঝখানে থাকাটার অনেক সুবিধাও রয়েছে। তবে দীর্ঘ ৪৮ বছর যেখানে থেকেছি, সেই ঠিকানা ছেড়ে আসাটা ভীষণ কঠিন।’

Advertisements