আসবে না বিরক্তিকর স্প্যাম কল, নতুন ফিচার আনছে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিনভর নানান স্প্যাম কলে বিরক্তিকর পরিস্থিতি করে তোলে ফোন ব্যবহারকারীদের। এই নিয়ে একাধিকবার বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানানো হয়। এবার সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসল কেন্দ্র। এই সকল স্প্যাম কল যাতে না আসে তার জন্য নতুন ফিচার আনতে চলেছে ট্রাই।

Advertisements

ট্রাই যে নতুন ফিচার আনতে চলেছে সেই ফিচারটি অনেকটা ট্রু কলারের মত। যে কারণে এই ফিচার এলে আর third-party অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না। এই নতুন ব্যবস্থার মাধ্যমেই ফোন ব্যবহারকারীদের চিনিয়ে দেওয়া হবে কোনটি স্প্যাম কল। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে।

Advertisements

বর্তমানে বহু মোবাইল ব্যবহারকারী ট্রু কলার ব্যবহার করে থাকেন। যারা এই ট্রু কলার ব্যবহার করে থাকেন তারা জানেন ফোন এলে নম্বর ভেসে ওঠার পাশাপাশি ভেসে ওঠে কল করা ব্যক্তির নাম। নম্বরটি সেভ না থাকলেও এই নাম ভেসে ওঠার কারণে বুঝে নেওয়া যায় কে কল করছেন।

Advertisements

কিন্তু ট্রু কলার অ্যাপ সব সময় সঠিক তথ্য দিতে পারেন এমনটা নয়। কারণ এই অ্যাপের মাধ্যমে ফোন করা ব্যক্তির মোবাইল নম্বর কি নামে রয়েছে তা কেওয়াইসি অনুযায়ী বলতে পারেনা। সেক্ষেত্রে ট্রাই যে ব্যবস্থা নিয়ে আসছে তাতে ফোন করা ব্যক্তির নম্বর যে নামে কেওয়াইসি থাকবে সেই নাম দেখাবে।

এই নতুন ফিচার এলে যেমন ব্যবহারকারীরা ফোন করা ব্যক্তির কেওয়াইসি অনুযায়ী নাম জানতে পারবেন ঠিক তেমনই আবার স্প্যাম কল এলে তা নিয়ে রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট করার পাশাপাশি ওই নম্বর ব্ল্যাকলিস্টেড করে দিতে পারবেন। ফলে ট্রাই যে ফিচার আনছে তা দিয়ে আগামী দিনে স্প্যাম কল রুখে দেওয়া যাবে।

Advertisements