ফের শিরে সংক্রান্তি Airtel গ্রাহকদের, ফের বাড়তে পারে মোবাইল খরচ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে জিও নিজেদের ব্যবসা শুরু করার পর সস্তায় পরিষেবা দেওয়া শুরু করে। সস্তায় এই পরিষেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও বাধ্য হয়ে নিজেদের মোবাইল খরচ কম করে। তবে বেশ কয়েক বছর ধরে মোবাইল খরচ কম চলার পর আস্তে আস্তে এই টেলিকম সংস্থাগুলি খরচ বাড়াতে শুরু করে।

Advertisements

২০১৯ সালে প্রতিটি টেলিকম সংস্থার এক জোট হয়ে গ্রাহকদের মোবাইল খরচ বৃদ্ধি করে। এই খরচ বৃদ্ধি করার ২ বছর পার হতে না হতেই ফের গত বছর ডিসেম্বর মাসে গ্রাহকের মোবাইল খরচ বৃদ্ধি করে সমস্ত টেলিকম সংস্থা। গত বছর এই খরচ বৃদ্ধি পায় ২০-২৫%। এই খরচ বৃদ্ধি হওয়ার পর স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়তে শুরু করে গ্রাহকদের।

Advertisements

তবে এখানেই শেষ নয়, এরপরেও যে খবর আসছে তাতে আরও শিরে সংক্রান্তি অবস্থা হতে চলেছে। বিশেষ করে শিরে সংক্রান্তি অবস্থা হতে চলেছে এয়ারটেল গ্রাহকদের। কারণ এয়ারটেলের তরফ থেকে ফের মোবাইল খরচ বৃদ্ধি করার ইঙ্গিত দেওয়া হচ্ছে।

Advertisements

এয়ারটেল টেলিকম সংস্থার সিইও গোপাল ভিত্তল সম্প্রতি নিশ্চিতভাবে এই খরচ বৃদ্ধি করার বিষয়ে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। এই দাম খুব শীঘ্রই বৃদ্ধি পাবে বলেও জানা যাচ্ছে। সংস্থার সিইও-র কথা অনুযায়ী, ২০২২ সালে ফের বৃদ্ধি করা হবে প্রিপেড মোবাইল খরচ। এবার এই টেলিকম সংস্থার গড় রেভিনিউ বা ARPU বৃদ্ধি করে হতে চলেছে ২০০ টাকা।

প্রসঙ্গত, ভারতের মতো দেশে গত কয়েক বছরে বিশেষ করে করোনাকালে বিপুল সংখ্যক মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। এখন এই মোবাইল পরিষেবা শৌখিনতা ছাড়িয়ে জরুরী পরিষেবায় পরিণত হয়েছে। কিন্তু এইভাবে প্রতিনিয়ত খরচ বৃদ্ধি পাওয়ার কারণে বহু মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

Advertisements