বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে অভিনব পরিকল্পনা গ্রহণ করলো ভারতীয় রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে নানান পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি রেল পরিষেবায় নানান পরিকল্পনা গ্রহণ করা হয়। রেল পরিষেবায় বিভিন্ন পরিকল্পনার উদ্দেশ্য হলো যাত্রীদের সুরক্ষা,নিরাপত্তা, স্বাচ্ছন্দ প্রদান করা। আর এই সকল পরিকল্পনার একটি অঙ্গ হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।

Advertisements

৭৫ বছর স্বাধীনতা দিবস উদযাপনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, দেশে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা বাস্তবায়িত করার জন্য ধাপে ধাপে এগোচ্ছে ভারতীয় রেল। এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত অভিনব পরিকল্পনা গ্রহণ করা হল।

Advertisements

বর্তমানে এই ট্রেনের কোচ তৈরি করার বরাত পেয়েছে চেন্নাইয়ের ‘ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি’। আগামী আগস্ট মাসের মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে নামানোর পরিকল্পনা রয়েছে। আরে মনটা যদি সম্ভব হয় তাহলে আগামী বছর আগস্ট মাসের মধ্যে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নামানো হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে সেই দুটি এক্সপ্রেস ট্রেন চলাচল করছে বারাণসী এবং নয়াদিল্লি থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত।

Advertisements

শনিবার ন্যাশনাল রেলওয়ে পুরষ্কার অনুষ্ঠান চলাকালীন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “আমরা রেলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প করেছি। রেলকে আমরা বিশ্বি মানের করবো। সেপ্টেম্বর থেকে প্রতি মাসে ৪ থেকে ৫টি বন্দে ভারত ট্রেনকে ফ্ল্যাগ অফ করা হবে অর্থাৎ চালু করা হবে এবং বুলেট ট্রেনের জন্যও কাজ চলছে৷”

অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চাকা এবার ভারতেই তৈরি হবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় এই চাকা তৈরি করা হবে। মূলত ইউক্রেন থেকে এই চাকা তৈরি হয়ে ভারতে আসার বরাত দেওয়া হয়েছিল। তবে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় অনেক বাধা পেতে হয় এই টাকা আনার ক্ষেত্রে। এরপরেই ভারতীয় রেল এমন সিদ্ধান্ত নেয়।

Advertisements