নিজস্ব প্রতিবেদন : নোট বন্দির পরেও দেশ থেকে জাল নোট ছুঁড়ে ফেলা সম্ভব হয়নি। বরং কালোবাজারির যুগে এই জাল নোটের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। সম্প্রীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে তথ্য পেশ করেছে তা থেকে জানা যাচ্ছে, প্রতিটি নোটের সংখ্যা বেড়ে গিয়েছে। এই সংখ্যা বেড়ে যাওয়ার অর্থ হল জাল নোটের সংখ্যা বৃদ্ধি পাওয়া।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গতবছর মার্চ মাস শেষে ৩৮৬৭.৯০ কোটি ছিল ৫০০ টাকার নোটের সংখ্যা। চলতি বছরের মার্চ মাস শেষে এই নোটের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৫৫৪.৬৮ কোটিতে। সুতরাং গত বছরের তুলনায় এই বছর ৫০০ টাকার জাল নোটের যে পরিমাণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে তা হল ১০১.৯ শতাংশ। এই সংখ্যা বৃদ্ধি স্বাভাবিক ভাবেই চিন্তার কারণ।
৫০০ টাকার আসল নোট চেনার উপায়
১) ৫০০ টাকার নোট আলোতে ধরলে বিশেষ জায়গায় স্পষ্টভাবে ৫০০ দেখা যাবে।
২) এখনকার ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর অবস্থান নোটের অনেকটা মাঝামাঝি জায়গায় আনা হয়েছে।
৩) নতুন নোটিশে দেবনাগরী ভাষায় লেখা থাকবে ৫০০।
৪) গ্যারান্টি ক্লজ, প্রতিশ্রুতি বয়ান, গভর্নরের স্বাক্ষর ও আরবিআই লোগো গান্ধীজীর ছবি ডান দিকে থাকবে।
৫) নোটের উল্টো দিকে থাকবে লালকেল্লার ছবি।
৬) নোটের উল্টোদিকে বাঁদিকে থাকবে স্বচ্ছ ভারত লোগো।
৭) নোটিশ সিরিয়াল নম্বর বাঁ দিক থেকে ডান দিকে ছোট থেকে বড়।
৮) নোটের ডান দিকে রয়েছে অশোক স্তম্ভ।
৯) গভর্নরের স্বাক্ষরের নিচে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগো।
১০) আলোর সামনে হালকা করে ধরলে নোটের ডান দিকে ৫০০ লেখার উপরে ভেসে উঠবে গান্ধীজীর ছবি।
১১) অশোক স্তম্ভের ঠিক উপরে ছোট করে গোলাকার ঘরে লেখা থাকবে ৫০০।
১২) নোটের উল্টোদিকে যথাক্রমে বাংলা সহ ১৫টি আঞ্চলিক ভাষায় কথায় লেখা থাকবে পাঁচশ টাকা।
১৩) স্বচ্ছ ভারত নগর নিচে হিন্দিতে লেখা থাকবে ‘এক কদম স্বচ্ছতা কি ওর’।