নিজস্ব প্রতিবেদন : দেশে যেভাবে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে জনবিস্ফোরণ হতে খুব একটা সময় লাগবে না। জনসংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাওয়ার কারণে বাড়ছে বেকারত্ব। এরই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের একাংশ দাবি করে আসছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ খুব জরুরি।
জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে দিন কয়েক আগেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, অবিলম্বে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার জন্য। এই বিষয়েই এবার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার রায়পুরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানিয়ে দিলেন, শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনবে কেন্দ্র।
রায়পুরের ন্যাশানাল ইনস্টিউট অফ বায়োটেক স্ট্রেস ম্যানেজমেন্টে ‘গরিব কল্যাণ সম্মেলনে’ উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। সেখানেই একটি প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী উত্তর দেন, শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু করবে মোদি সরকার। তিনি জানান, ‘চিন্তা করবেন না, আইন শীঘ্রই আনা হবে। অন্য বড় সিদ্ধান্তগুলি যখন নেওয়া হয়েছে, তখন এই সিদ্ধান্তও নেওয়া হবে।’
জনসংখ্যা নিয়ন্ত্রণ বিধি থেকে শুরু করে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিষয়ে বিভিন্ন সময়ে সরব হতে দেখা যায় বিজেপি নেতৃত্বের একাংশকে। কয়েকদিন আগেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষে সওয়াল করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এরপরই এই নিয়ে সরব হন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। এর পাশাপাশি তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন প্রণয়নের অনুরোধও জানান।
পুনের একটি জনসভায় রাজ ঠাকরে বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করছি, অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি আনুন। এই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে আইনও আনা হোক।” এছাড়া ওই সভায় ঔরঙ্গাবাদের নাম বদলেরও দাবি তুলেছেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান। তিনি ঔরঙ্গাবাদের নাম বদলে শম্ভাজিনগর রাখার কথা বলেন।