নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল তৃণমূল পরপর তিনবার নির্বাচনে জয়লাভ করার পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে হ্যাটট্রিক করা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই পরিচিত লড়াকু নেত্রী হিসাবে। এবার এই লড়াকু নেত্রীর আরও এক অজানা কাহিনী সামনে এলো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যের একজন মুখ হিসাবে নন, তিনি দেশের রাজনীতিতে অন্যতম মুখ। প্রথম থেকেই তিনি সাদা শাড়ি এবং হাওয়াই চটি পরে রাজনীতি করেছেন। যোগ দিয়েছেন একের পর এক আন্দোলনে। এমনকি তিন-তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও পোশাকে কোনো পরিবর্তন আসেনি। এখনো সেই একই ভাবে সাদা শাড়ি আর হাওয়াই চপ্পল পরেই দিন কাটাচ্ছেন।
আজ যিনি রাজ্যের প্রধান প্রশাসক হিসাবে রাজত্ব করছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন মাত্র ৬০ টাকা বেতনে চাকরি করেছেন। এই তথ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সামনে নিয়ে এসেছেন। বৃহস্পতিবার ভবানীপুরের কাঁসারিপাড়ার এক শীতলা মন্দিরে গিয়ে পুজো করার সময় তিনি এই গল্প সামনে আনেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যখন তিনি কলেজে পড়তেন সেই সময় তিনি একটি স্কুলে পড়াতেন। একরকম বিনা পয়সাতেই পড়াতেন। মাত্র ৬০ টাকা বেতন পেতেন। আসলে সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা মারা গিয়েছিলেন এবং এই টাকা তিনি তার মায়ের হাতে তুলে দিতেন।
ওই স্কুলের স্মৃতিচারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানান, এবার ওই কোনটি ইংলিশ মিডিয়াম করে দেওয়া হবে। এর পাশাপাশি ওই মন্দিরে পুজো করাতে গিয়ে তিনি ছোটবেলার স্মৃতিচারণ করেন। তিনি আগে যে এই মন্দিরে মাঝেমধ্যেই আসতেন তা জানান।