নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার কারণে গৃহঋণ থেকে শুরু করে অন্যান্য ঋণের খরচ বেড়েছে। তবে এই খরচ আবার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে আগামী মনিটারি পলিসি কমিটির বৈঠকেই এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
আগামী সপ্তাহে রয়েছে অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনিটারি পলিসি কমিটির বৈঠক। সেই বৈঠকে যদি নতুন করে রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ফের গৃহঋণ থেকে শুরু করে অন্যান্য ঋণের খরচ বৃদ্ধি পাবে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও ০.৪০ শতাংশ অর্থাৎ ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করতে পারে।
গত মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ০.৪০ শতাংশ অর্থাৎ ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করেছিল। ক্রমেই বেড়ে চলা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ নিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই একই পথে দ্বিতীয়বারের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।
রেপো রেট বৃদ্ধি করা নিয়ে যে সকল ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই সকল ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে, কেবলমাত্র একবার রেপো রেট বৃদ্ধি পাবে এমনটা নয়। বরং একাধিকবার রেপো রেট বৃদ্ধি পেতে পারে। আগামী সপ্তাহে আরও ০.৪০ শতাংশ বাড়তে পারে। এছাড়া অগস্টের বৈঠকে আরও ৩০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হতে পারে রেপো রেট। আবার আগামী সপ্তাহে ০.৫০ শতাংশ বাড়িয়ে অগস্টে ০.২০ থেকে ০.২৫ শতাংশ রেপো রেট বৃদ্ধি করা হতে পারে।
সম্প্রতি মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার পর বিভিন্ন খাতে যে সকল লোন নেওয়া রয়েছে গ্রাহকদের তাদের খরচ বৃদ্ধি পায়। অন্যদিকে রেপো রেট বৃদ্ধি পাওয়ার কারণে ঋণের খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থায়ী আমানতের উপর সুদ বৃদ্ধি পায়।