নিজস্ব প্রতিবেদন : টাকা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নোট ইস্যু করে থাকে। ভারতের বাজারে যে সকল নোট প্রচলিত রয়েছে সেই সকল নোটে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি। তবে এবার নতুন জল্পনা তৈরি হয়েছে, বাজারে নতুন এমন কিছু নোট আসতে চলেছে যাতে থাকবে এমন কিছু ব্যক্তিত্বের ছবি যা আগে কখনো দেখা যায়নি।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশকিছু নোটের নতুন সিরিজ আনার পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন এই সকল নোটের সিরিজে থাকতে পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আজাদের ওয়াটারমার্ক। এর ফলে ভারতীয় নোটের ক্ষেত্রে আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তথা বিশ্বের আইকন। অন্যদিকে এপিজে আবদুল কালাম আজাদ ছিলেন দেশের ১১ তম রাষ্ট্রপতি। তারা দুজনেই ভারতের অন্যতম বিশিষ্ট ব্যক্তি। এপিজে আবদুল কালাম আজাদ মিসাইল ম্যান নামে পরিচিতি লাভ করেছেন। এই দুই জনই প্রত্যেক ভারতীয়দের কাছে গর্বের।
এমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে মূলত নোটে একাধিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার করার জন্য বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আমেরিকাতে তাদের ডলারে এমন একাধিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, টমাস জেফারসন, অ্যান্ড্রু জ্যাকসন-এর ব্যক্তিত্বদের ছবি ব্যবহার করে সেখানকার সরকার।
সূত্র মারফত জানা যাচ্ছে, RBI এবং Security Printing and Minting Corporation of India আইআইটি-দিল্লির অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আবদুল কালামের ওয়াটারমার্কের দুটি আলাদা আলাদা ওয়াটারমার্কের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে থেকে বেছে নেওয়ার পর চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্সট্রুমেন্টেশনের বিশেষজ্ঞ হলেন অধ্যাপক শাহানি।
এর আগে ২০১৭ সালে কলকাতা হাইকোর্টে একটি পিল জমা হয়। সেখানে প্রশ্ন তোলা হয় নোটের গায়ে কেন নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা অন্য কোন ব্যক্তিদের ছবি থাকবে না। এই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এর উত্তর দিতে বলে।